এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট | AB Bank Student Account

এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট | AB Bank Student Accountবাংলাদেশের যতগুলো ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট সুবিধা আছে তার মধ্যে এবি ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট এর সুবিধা সব থেকে বেশি । এবি ব্যাংকে স্টুডেন্টদের জন্য যে অ্যাকাউন্ট রয়েছে তার প্রতিটির সুবিধাই ফ্রী ।

যে সব স্টুডেন্টরা অনলাইন এর সাথে জড়িত, যেমন - ইউটিউব বুস্টিং, ফেসবুক বুস্টিং, ই-কমার্স বিজনেস এর সাথে জড়িত বা যাদের ডুয়েল কারেন্সি এর দরকার আছে, তারা এবি ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট এর মাধ্যমে এই সুবিধা ফ্রী পেতে পারেন ।

এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট | AB Bank Student Account

আজকের “বেষ্ট ব্লগ বিডি”- এর ব্লগ পোস্টে এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট | AB Bank Student Account নিয়ে বিস্তারিত আলোচনা করব । এবি ব্যাংকের এই একাউন্টের সব ধরনের সুবিধা, অসুবিধা, একাউন্ট খুলতে কি কি প্রয়োজন এবং যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব । তাহলে চলুন শুরু করা যাক —

এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট

এবি ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট দুই ধরনের, যথা -

১। মাইনর একাউন্ট

২। মেজর একাউন্ট

এবি ব্যাংক মাইনর একাউন্ট

যাদের বয়স ৬ থেকে ১৮ বছরের মধ্যে সে সমস্ত স্টুডেন্টদের জন্য মাইনর একাউন্ট । এই অ্যাকাউন্টটি মাত্র ১০০ টাকা ডিপোজিট করে ওপেন করা যায় । এই একাউন্টের ক্ষেত্রে ডেবিট কার্ড, এসএমএস ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং সবকিছুই ফ্রী ।

তবে মাইনর একাউন্ট এর ক্ষেত্রে যে ডেবিট কার্ড রয়েছে এটি ডুয়েল কারেন্সি নয় । এই একাউন্টে মাসে ২০০০ টাকা পর্যন্ত ট্রানজেকশন করা যায় । ইন্টারেস্ট রেট হচ্ছে 3.25% ।

এবি ব্যাংক মেজর একাউন্ট

যাদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে সেই সকল স্টুডেন্টদের জন্য মেজর একাউন্ট । এই একাউন্ট ওপেন করতে হলে ৫০০ টাকা ডিপোজিট করতে হয় । মেজর একাউন্টের যে ডেবিট কার্ড রয়েছে এটি ডুয়েল কারেন্সি । দেশে এবং দেশের বাইরে এই কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে ।

এই একাউন্টের ক্ষেত্রে ডেবিট কার্ড, এসএমএস ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং সবকিছুই ফ্রী । সাধারনত ডেবিট কার্ডের জন্য বাৎসরিক ৫০০ টাকা এবং ভ্যাট ৭৫ টাকা দিতে হয় । কিন্তু মেজর অ্যাকাউন্টের জন্য বাৎসরিক শুধুমাত্র ভ্যাট ৭৫ টাকা প্রদান করতে হয় ।

এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য কি কি প্রয়োজন —-

১। পাসপোর্ট সাইজের ছবি

২। এনআইডি কার্ড/ জন্ম সনদ/ পাসপোর্ট এর ফটোকপি

৩। ইউটিলিটি বিল ফটোকপি

৪। প্রত্যায়ন পত্র

৫। নমিনির ছবি ও এন আইডির ফটোকপি

** যদি কোন ক্ষেত্রে এন আই ডি কার্ড না থাকে তাহলে ইন্ট্রোডিউসার এর প্রয়োজন হবে ।

** এই একাউন্ট অনলাইনে খোলা যায় না । এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে হলে আপনাকে অবশ্যই আপনার নিকটস্থ এবি ব্যাংকের শাখায় যেতে হবে ।

এবি ব্যাংক ডেবিট কার্ড এর সুবিধা

১। ডেভিড এটিএম কার্ড দিয়ে একদিনে দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন ।

২। ডেবিট এটিএম কার্ড থেকে একবারে ২০,০০০ টাকা উত্তোলন করতে পারবেন ।

৩। ই-কমার্স সাইটের পেমেন্ট আড়াই লাখ টাকা পর্যন্ত করতে পারবেন ।

৪। ফরেন কারেন্সিজ ক্ষেত্রে 300 USD উত্তোলন করতে পারবেন ।

** এই একাউন্টের ভ্যালিডিটি ২৫ বছর বয়স পর্যন্ত । অর্থাৎ একজন স্টুডেন্টের বয়স ২৫ বছর পার হলে এই অ্যাকাউন্ট আর ব্যবহার করা যাবে না । সে ক্ষেত্রে আপনার সংশ্লিষ্ট শাখায় গিয়ে মেজর অ্যাকাউন্টটি সাধারণ সেভিংস একাউন্টে পরিণত করতে পারবেন ।

এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট এর সুবিধা সমূহ

১। একাউন্ট পরিচালনার ক্ষেত্রে কোনো প্রকার ফি নেই ।

২। ডেবিট কার্ড, এসএমএস ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, চেক বই, মোবাইল টপ-আপ এর সুবিধা সম্পূর্ণ ফ্রি ।

৩। ডেবিট কার্ড ফ্রী তবে বাৎসরিক মাত্র ৭৫ টাকা ।

৪। ডেবিট কার্ডটি আপনি ডুয়েল কারেন্সি হিসেবে ব্যবহার করতে পারবেন ।

৫। আপনি যদি আপনার কার্ডে টাকা এনডোর্স করে রাখেন অর্থাৎ পাসপোর্ট এর সাথে ডলার এনডোর্স করে রাখেন সে ক্ষেত্রে দেশের বাইরে গেলে এই কার্ডের মাধ্যমে ওই দেশের কারেন্সি উইথড্র করতে পারবেন ।

৬। দেশের বাইরে থেকে কোন কিছু পারচেস করলে এই কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ।

৭। গুগোল অ্যাড, ইউটিউব বুষ্টিং, ফেসবুক বুস্টিং করতে পারবেন এই কার্ডের মাধ্যমে ।

৮। আপনার ডেবিট কার্ড এর দ্বারা এটিএম বুথ থেকে টাকাও উঠাতে পারবেন ।

৯। আপনার একাউন্টে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে তাহলে যেকোনো সময়ে USD-তে পেমেন্ট করতে পারবেন ।

১০। দেশের বাইরে টাকার প্রয়োজন হলে আপনার একাউন্টে টাকা জমা দিলে বিদেশে বসেই ওই দেশের কারেন্সিতে টাকা উইথড্র করতে পারবেন ।

এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট অসুবিধা

অসুবিধা মাত্র একটাই, সেটা হল ২৫ বছর বয়সের পর আর এই একাউন্ট আর ব্যবহার করা যাবে না ।

এবি ব্যাংক হেল্পলাইন

যে কোনো মোবাইল থেকে ২৪ ঘন্টা ১৬২০৭ অথবা যে কোনো ল্যান্ডফোন বা মোবাইল থেকে +৮৮০৯৬৭৮৯১৬২০৭ ।

ইমেইল: support@abbl.com

ঠিকানা: স্কাইমার্ক, ১৮ গুলশান এভিনিউ, ঢাকা ১২১২, বাংলাদেশ ।

ওয়েবসাইট: https://abbl.com/

শেষ কথা

আশা করি আজকের এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট | AB Bank Student Account আলোচনা আপনাদের ভালো লেগেছে । এই রকম আপডেট সমস্ত লেখা পেতে চোখ রাখুন “বেষ্ট ব্লগ বিডি” ব্লগে । এছাড়াও যদি আরও কোনও বিষয়ে লেখা পড়তে চান তাহলে আমাদের জানাতে পারেন । 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url