এম ক্যাশ মোবাইল ব্যাংকিং | M Cash Mobile Banking

এম ক্যাশ মোবাইল ব্যাংকিং | M Cash Mobile Banking - এম ক্যাশ মোবাইল ব্যাংকিং সেবা বর্তমানে বাংলাদেশের মধ্যে একটি শক্ত ভিত তৈরি করেছে । বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে যদি ১ থেকে ৩ নাম্বারের ব্যাংক গুলোর কথা ভাবেন তাহলে ইসলামী ব্যাংক প্রথম পর্যায়ের একটি ব্যাংক । এই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিডেট এর একটি অন্যতম সেবা এম ক্যাশ ।

এম ক্যাশ মোবাইল ব্যাংকিং | M Cash Mobile Banking


বর্তমানে এম ক্যাশ মোবাইল ব্যাংকিং এর গ্রাহক অনেক । অনেক গ্রাহক “এম ক্যাশ মোবাইল ব্যাংকিং | M Cash Mobile Banking” ও এর হেল্পলাইনের নাম্বার অন্যান্য বিষয় অনলাইনে খোঁজ করে থাকেন । আর এই গ্রাহকের কথা মাথায় রেখেই আজকের এই আলোচনা । যাতে করে আপনারা এম ক্যাশ একাউন্টের সমস্যা সমাধান করতে পারেন ।

এম ক্যাশ কি

এম ক্যাশ হচ্ছে বাংলাদেশ ইসলামী ব্যাংক তাদের গ্রাহকদের সুবিধার্থে মোবাইলের মাধ্যমে বাংকিং সেবা কার্যক্রম । আর ইসলামী ব্যাংকের এই সেবাটির নাম হলো এম ক্যাশ মোবাইল ব্যাংকিং । এম ক্যাশের মাধ্যমে ইসলামী ব্যাংকের গ্রাহক চাইলেই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেশের ভিতরে এবং দেশের বাইরে অর্থ আদান-প্রদান, একাউন্টে টাকা জমা অথাব এটিম বুথ বা এম ক্যাশ এজেন্টের কাছ থেকে খুব সহজেই টাকা উত্তলোন করতে পারবেন ।

এম ক্যাশ মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নাম্বার

এম ক্যাশ মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নাম্বার এবং এম ক্যাশ সম্পর্কের তথ্য সমূহ আপনাদের প্রয়োজনে দেওয়া হলো । আপনার এখান থেকে আপনাদের তথ্য সমূহ দেখে নিতে পারেন -----

ব্যাংকঃ ইসলামী ব্যাংক

২৪/৭ হেল্পলাইন নাম্বার বা কাস্টমার কেয়ার হট লাইনঃ ১৬২৫৯ ।

হেল্পলাইন ফোন নাম্বারঃ ৮৩৩১০৯০ (দেশের মধ্যে)/ +৮৮-০২-৮৩৩১০৯০ (বিদেশ থেকে) ।

সরাসরি টেলিফোনঃ (০২)৯৫৬৩০৪০, ৯৫৬০০৯৯, ৯৫৬৭১৬১, ৯৫৬৭১৬২, ৯৫৬৯৪১৭ ।

মোবাইল নাম্বারঃ +৮৮-০১৭১১-৪৩৫৬৩৮-৯১ ।

জিপিও বক্স নংঃ ২৩৩ ।

ফ্যাক্স নাম্বারঃ +৮৮০-২-৯৫৬৪৫৩২, +৮৮০-২-৯৫৬৮৬৩৪

ইসলামী ব্যাংক সুইফ্ট কোডঃ IBBLBDDH

এম ক্যাশ ইমেইল এড্রেস ও ওয়েব সাইট ঠিকানা

Email: info@islamibankbd.com

Website: https://www.islamibankbd.com

এম ক্যাশ প্রধান কার্যালয়ের ঠিকানা

এখানে এম ক্যাশ প্রধান কার্যালয়ের ঠিকানা উল্লেখ করা হল:

ইসলামী ব্যাংক টাওয়ার ৪০, ঢাকা দিলকুশা সি/এ, ঢাকা - ১০০০, বাংলাদেশ ।

এম ক্যাশ কোড / mCash USSD Coad

এম ক্যাশ ডায়াল কোড নাম্বার হচ্ছে *২৫৯#

ইসলামী ব্যাংক এম ক্যাশ কি সুবিধা

> ২৪/৭ হিসাবে দিনের ২৪ ঘন্টা, সপ্তাহের ৭ দিন এবং বছরে ৩৬৫ দিন নিরবিচ্ছিন্ন ব্যাংকিং সুবিধা ।

> নির্দিষ্ট কোনো শাখা ছাড়াই ব্যাংকিং সুবিধা ।

> বাংলাদেশের যে কোনো স্থান থেকে মোবাইলের মাধ্যমে ব্যাংকিং সেবা নেওয়া যায় ।

> বিদেশ থেকে খু্ব দ্রুত সময়ে মোবাইল ব্যাংকিং একাউন্টের মাধ্যমে রেমিটেন্স গ্রহন করা যায় ।

> যারা সাধারণত ব্যাংক একাউন্ট সুবিধা থেকে তাদের জন্য উপযুক্ত ব্যাংকিং সুবিধা প্রদান ।

> অধিকতর নিরাপদ এবং সবর্দা নিরাপদ ব্যাংকিং ব্যাবস্থা ।

> ব্যাংকের প্রায় সব ধরনের লেনদেনের সুযোগ সৃষ্টি ।

> মোবাইল একাউন্টের মাধ্যমে টাকা সঞ্চয়ের সুবিধা ।

এম ক্যাশ খোলার নিয়ম

এম ক্যাশ একাউন্ট খোলার জন্য ইসলামী ব্যাংক কতৃক নির্ধারিত এজেন্ট অথবা ইসলামী ব্যাংকের যে কোনো শাখা থেকে এম ক্যাশ একাউন্ট খুলতে পারবেন । এম ক্যাশ একাউন্ট খোলার জন্য এজেন্ট বা ব্যাংক কর্মকর্তা নির্ধারিত কিছু কাজ করার পর এম ক্যাশ মোবাইল ব্যাংকিং একাউন্ট থেকে লেনদেন করতে পারবেন । একাউন্ট খোলার সময় সর্বনিম্ন ২০ টাকা দিয়ে একাউন্ট চালু করতে পারবেন । একাউন্ট খুলতে যা যা প্রয়োজন –

> গ্রাহকের এক কপি পাসপোর্ট সাইজ ছবি ।

> এনআইডি কার্ড/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি ।

> একটি সচল সিম সহ মোবাইল ।

> ব্যাংক কতৃক নির্ধারিত এজেন্ট অথবা ব্যাংক কর্মকর্তা যে তথ্য ও মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট খুলবেন, গ্রাহকের সেই নাম্বারে একটি এসএমএস যাবে ।

> গ্রাহক প্রদত্ত মোবাইল নাম্বারটির সঙ্গে একটি অতিরিক্ত ডিজিট যুক্ত হয়ে মোট ১২ সংখ্যা সম্বলিত একটি একাউন্টে পরিনত হবে ।

> এরপরে গ্রাহকের প্রদত্ত মোবাইল নাম্বারে একটি ফোন কল আসবে এবং গ্রাহককে তার একাউন্টের জন্য চার ডিজিটের একটি পিন নাম্বার দিতে বলবে । গ্রাহক চার ডিজিটের পিন দিলে কাজ সম্পন্ন হবে । পরবর্তিতে এই পিন তার লেনদেনে গোপন পিন হিসাবে বিবেচিত হবে ।

এম ক্যাশ Cash out চার্জ

> এজেন্ট পয়েন্ট থেকে Cash out চার্জ শতকরা - ১.৮০ টাকা

> এটিএম বুথ থেকে ক্যাশ Cash out শতকার: ১.০০ টাকা

আপনাদের প্রশ্ন এবং উত্তর

১। প্রশ্নঃ এম ক্যাশ কি?

উত্তরঃ এম ক্যাশ হচ্ছে বাংলাদেশ ইসলামী ব্যাংক তাদের গ্রাহকদের সুবিধার্থে মোবাইলের মাধ্যমে বাংকিং সেবা কার্যক্রম । আর ইসলামী ব্যাংকের এই সেবাটির নাম হলো এম ক্যাশ মোবাইল ব্যাংকিং ।

২। এম ক্যাশ এর হেল্পলাইন কখন খোলা থাকে?

উত্তরঃ ২৪/৭ হিসাবে দিনের ২৪ ঘন্টা, সপ্তাহের ৭ দিন এবং বছরে ৩৬৫ দিন নিরবিচ্ছিন্ন হেল্পলাইন সুবিধা দিয়ে থাকে এম ক্যাশ কতৃপক্ষ ।

৩। প্রশ্নঃ এম ক্যাশ এর ক্যাশ আউট চার্জ কত?

উত্তরঃ এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট চার্জ শতকরা - ১.৮০ টাকা এবং এটিএম বুথ থেকে ক্যাশ আউট চার্জ শতকার ১.০০ টাকা ।

শেষ কথা

আশা করি আজকের এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট | AB Bank Student Account আলোচনা আপনাদের ভালো লেগেছে । এই রকম আপডেট সমস্ত লেখা পেতে চোখ রাখুন “বেষ্ট ব্লগ বিডি” ব্লগে । এছাড়াও যদি আরও কোনও বিষয়ে লেখা পড়তে চান তাহলে আমাদের জানাতে পারেন ।

আরও পড়তে পারেনঃ এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট | AB Bank Student Account

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url