উপায় মোবাইল ব্যাংকিং | উপায় মোবাইল ব্যাংকিং কোড

উপায় মোবাইল ব্যাংকিং | উপায় মোবাইল ব্যাংকিং কোড “Upay”উপায় হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCB) - ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং কার্যক্রম । এটি হচ্ছে আমাদের দেশের অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, নগদ, রকেটের মতো একটি মোবাইল ব্যাংকিং কার্যক্রম । 

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা গুগলের সার্চ করে থাকেন যে, উপায় মোবাইল ব্যাংকিং | উপায় মোবাইল ব্যাংকিং কোড সম্পর্কে জানার জন্য । তাদের জন্যই আজকের এই ব্লগ পোস্ট ।

উপায় মোবাইল ব্যাংকিং | উপায় মোবাইল ব্যাংকিং কোড


বন্ধুরা, আজকের ব্লগ পোস্টে আপনাদের সাথে শেয়ার করব “উপায় মোবাইল ব্যাংকিং | উপায় মোবাইল ব্যাংকিং কোড” বিষয়টি সম্পর্কে । অনেকেই উপায় মোবাইল ব্যাংকিং কি এবং উপায় মোবাইল ব্যাংকিং কোড জানতে গুগল এ সার্চ করে থাকেন । আর সে কারণেই এই বিষয় নিয়ে আজকের আলোচনা । তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক ।

উপায় মোবাইল ব্যাংকিং

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা উপায় মোবাইল ব্যাংকিং সম্পর্কে অবগত নন । তারা উপায় মোবাইল ব্যাংকিং সম্পর্কে জানতে চান । যারা উপায় মোবাইল ব্যাংকিং সম্পর্কে জানতে কৌতুহলী তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, আমাদের দেশে অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবা,

যেমন: বিকাশ, নগদ, রকেট এর যেমন মোবাইল ব্যাংকিং সেবা রয়েছে উপায় মোবাইল ব্যাংকিং ঠিক তারই মত একটি মোবাইল ব্যাংকিং সেবা । উপায় মোবাইল ব্যাংকিং হচ্ছে উপায় হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCB) - ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং কার্যক্রম ।

উপায় মোবাইল ব্যাংকিং কোড

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর মোবাইল ব্যাংকিং সেবা “উপায়” এর মোবাইল ব্যাংকিং কোড জানতে চান । উপায় মোবাইল ব্যাংকিং এর কোড হচ্ছে *২৬৮# । এই কোড দিয়ে আপনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর মোবাইল ব্যাংকিং সেবা “উপায়” এর মোবাইল ব্যাংকিং এর সকল কার্যক্রম পরিচালনা করতে পারবেন ।

উপায় একাউন্ট খোলার নিয়ম

বন্ধুরা ইতিমধ্যে আমরা জেনেছি উপায় মোবাইল ব্যাংকিং কি এবং উপায় মোবাইল ব্যাংকিং কোড সম্পর্কে । তাহলে এবার চলুন জেনে নেওয়া যাক উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম-কানুন সম্পর্কে ।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCB) মোবাইল ব্যাংকিং কার্যক্রম “উপায়” এর অ্যাকাউন্ট সাধারণত দুই ভাবে খোলা যায়.....

১। অ্যাপ ছাড়া “উপায়” একাউন্ট খুলতে পারবেন ।

২। অ্যাপের মাধ্যমে “উপায়” একাউন্ট খুলতে পারবেন ।

অ্যাপ ছাড়া উপায় একাউন্ট খোলার নিয়ম

আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন না থাকে এবং আপনি যদি “upay” একাউন্ট খুলতে চান তাহলে আপনার এলাকার কাছের উপায় এজেন্টের সাথে কথা বলুন । এজেন্টের কাছ থেকে “উপায়” একাউন্ট খুলতে হলে অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং আপনার বাটন বা ফিচার ফোনটি সাথে নিয়ে যাবেন ।

আপনার নিকটস্থ উপায় এজেন্টের কাছে গেলে তারা খুব অল্প সময়ের মধ্যে আপনাকে “উপায়” একাউন্ট খুলে দিবে । এরপর আপনি উপায় একাউন্টের সকল সুবিধা ভোগ করতে পারবেন ।

অ্যাপ দিয়ে উপায় একাউন্ট খোলার নিয়ম

প্রত্যেক মোবাইল ব্যাংকিং সেবার মতো “উপায়” এরও একটি মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে । এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি নিজে নিজে রেজিষ্ট্রেশন করে নিতে পারবেন খুব সহজেই । আপনি কিভাবে Upay app এর মাধ্যমে নিজে রেজিষ্ট্রেশন করবেন তার নিয়ম সমূহ নিম্নে পর্যায়ক্রমে আলোচনা করা হলো.............

১। প্রথমে উপায় একাউন্ট খোলার জন্য Google Play Store থেকে উপায় অ্যাপটি ডাউনলোড করে আপনার স্মার্টফোনে ইন্সটল করে নিন ।

২। উপায় অ্যাপটি আপনার স্মার্টফোনে ইন্সটল করার পর উপায় অ্যাপটি ওপেন করুন এবং নতুন উপায় একাউন্ট খোলার জন্য অ্যাপ এর নিচে থাকা “Registration” বাটন এ ক্লিক করুন ।

৩। এবার যে ইন্টারফেসটি আপনার মোবাইলে আসবে সেখানে আপনার মোবাইল নাম্বার বসাতে এবং নিচে থাকা অপারেটর অপশন থেকে আপনার মোবাইল সিম অপারেটর সিলেক্ট করুন । এরপর নিচে থাকা “Verify Number” বাটনে ক্লিক করুন ।

৪। Verify Number বাটনে ক্লিক করার পর যে ইন্টারফেসটি আপনার মোবাইলে ওপেন হবে সেখানে OTP অর্থাৎ “One Time Password” বসাতে হবে । (আপনার মোবাইল নাম্বারে Massage এ একটি OTP কোড যাবে সেটি বসাবেন) ।

৫। এরপর আপনার ফোনটির ক্যামেরা ওপেন হবে । সেখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের এর সামনের এবং পেছনের পাশের ছবি সুন্দর ভাবে তুলবেন । ফোনে এবার নিচে থাকা “Done” বাটনে ক্লিক করুন ।

৬। এবার আপনার মোবাইলের সামনের ক্যামেরা ওপেন হবে এবং আপনাকে নিজের একটি ছবি বা Selfie তুলতে হবে । ছবি তোলা সম্পন্ন হলে আবারও “Done” বাটনে ক্লিক করুন ।

৭। এবার আপনার NID Card এর তথ্য ভেরিফাই করা হবে । NID Card ভেরিফাই হয়ে গেলে আপনার Profession, Gender সিলেক্ট করে নিচে থাকা “Confirm” বাটনে ক্লিক করুন ।

৮। এবার আপনার মোবাইলে যে ইন্টারফেসটি ওপেন হবে সেখানে আপনার NID Card এর সমস্ত ইনফরমেশন থাকবে । যদি কোন ভুল থাকে সেটি Edit করে নিতে পারবেন । ওই ইন্টারফেসে আপনার বর্তমান ঠিকানা বসাতে হবে । এরপর Terms and Conditions Agree করে “Confirm” বাটনে ক্লিক করুন ।

৯। এবার যে ইন্টারফেসটি আপনার মোবাইলে ওপেন হবে । সেখানে 4 সংখ্যার পিন নাম্বার বসাতে হবে । উল্লেখ্য এখানে পিন নাম্বারটি এলোমেলো ভাবে বসাবেন । যেমন – 2468, 3579, 1357 এভাবে বসাবেন । এরপর “Confirm” বাটনে ক্লিক করুন ।

১০। এরপর যে ইন্টারফেসটি আপনার মোবাইলে ওপেন হবে সেখানে আপনাকে Welcome to Upay দেখানো হবে । ঠিক সেই মুহুর্তে আপনার মোবাইলে আপনি একটি SMS পাবেন এবং আপনাকে একটি উপায় “Account Number” দেওয়া হবে ।

১১। এবার আপনার মোবাইলে যে ইন্টারফেসটি আসবে সেখানে আপনার মোবাইল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে উপায় অ্যাপসটি “Login” করুন ।

১২। এবার আপনার সামনে উপায় অ্যাপ এর অভ্যন্তরীণ মূল ইন্টারফেস ওপেন হবে । এবার আপনার উপায় অ্যাকাউন্ট খোলা সম্পন্ন হয়েছে । আপনি উপায় একাউন্ট থেকে - Send Money, Mobile Recharge, Cash Out, Make Payment, Bill Pay, Add Money, Fund Transfer সহ যাবতীয় সুবিধা উপভোগ করতে পারবেন ।

উপায় একাউন্ট দেখার নিয়ম

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জানতে চান উপায় অ্যাকাউন্ট দেখার নিয়ম কি? যারা এই বিষয়ে জানতে চান তাদের আজকের এই ব্লগ পোস্টে খুব সহজেই জানিয়ে দিব কিভাবে তারা উপায় একাউন্ট এর ব্যালেন্স চেক করবেন বা উপায় অ্যাকাউন্ট দেখতে পারবেন ।

১। উপায় অ্যাকাউন্ট দেখতে হলে প্রথমে যে মোবাইল নাম্বারে একাউন্ট খোলা আছে আপনার সেই নাম্বার দিয়ে মোবাইল থেকে *২৬৮# ডায়াল করুন ।

২। এবার আপনার সামনে যে ইন্টারফেসটি ওপেন হবে সেখানে লেখা থাকবে “My upay” । এটি যে নাম্বারে লেখা থাকবে সেটি টাইপ করে “Sand” বাটনে ট্যাপ করুন ।

৩। এবার আপনার সামনে যে ইন্টারফেসটি ওপেন হবে সেখানে একেবারে প্রথমেই লেখা থাকবে “Check balance”চেক ব্যালেন্স । এবার আপনার মোবাইলের রিপ্লে বাটনে ক্লিক করে এক নম্বর লিখে “Sand” বাটনে ট্যাপ করুন ।

৪। এবার আপনার সামনে যে interfesty ওপেন হবে সেখানে আপনার উপায় মোবাইল ব্যাংকিং একাউন্টের গোপন পিন নাম্বারটি টাইপ করুন এবং সেন্ড বাটনে ট্যাপ করুন ।

৫। এবার আপনার মোবাইলে যে ইন্টারফেসটি ওপেন হবে সেখাআপনি আপনার উপায় একাউন্ট ব্যালেন্স সহ দেখতে পাবেন ।

বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম

আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা বাটন ফোন ইউজ করেন এবং এই বাটন ফোনের মাধ্যমে কিভাবে উপায় একাউন্ট খোলা যায় তার নিয়ম সম্পর্কে জানতে চান । আজকের এই আলোচনায় আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাটন ফোন দিয়ে উপায় একাউন্ট নিয়ম ।

১। বাটন ফোনে উপায় একাউন্ট খোলার প্রথমে আপনার হাতের বাটন মোবাইল ফোনটিতে স্টার ২৬৮# ডায়াল করুন । অবশ্যই যে নাম্বার দিয়ে আপনার উপায় মোবাইল একাউন্ট খোলা আছে সেই নাম্বারটি সিলেক্ট করুন ।

২। এবার আপনাদের সামনে যে ইন্টারফেস ওপেন হবে সেখানে লেখা থাকবে, “আপনি কি আপনার সিম কেনার সময় যে nid card ব্যবহার করেছেন তার তথ্য দিতে আপনি কি রাজি? অবশ্যই আপনি (1) টাইপ করে Send বাটানে ট্যাপ করুন ।

৩। এবার আপনার মোবাইল স্ক্রিনে উপায় একাউন্ট খোলা সাকসেসফুল হয়েছে এমন একটি লেখা চলে আসবে । এরপর পরপর আপনার কাছে অর্থাৎ আপনার মোবাইলে একটি এসএমএস আসবে ।

৪। যে এসএমএসটি আসবে সেখানে আপনি একটি গোপন পিন নাম্বার পাবেন । মনে রাখবেন এই পিন নাম্বারটির ২৪ ঘন্টা অ্যাক্টিভেট থাকবে।

৫। এবার আপনি আপনার মোবাইল থেকে *২৬৮# ডায়াল করুন । এরপর আপনার কাছে যে পিন নাম্বারটি পাঠানো হয়েছে সেটি দিতে বলা হবে ।

৬। এবার আপনি আপনার পছন্দমত একটি পিন নাম্বার দিন এবং সেন্ড বাটনে ক্লিক করুন । এরপর আবারো আপনার পছন্দের পিন নাম্বারটি দিন এবং সেন্ড বাটনে ক্লিক করুন ।

৭। আপনার অ্যাকাউন্ট খোলার কাজ কমপ্লিট । এবার আপনার কাছে একটি এসএমএস আসবে সেখানে লেখা থাকবে “উপায় এ রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে ধন্যবাদ । উপায় সেবা গুলো ব্যবহার করতে অনুগ্রহ করে উপায় অ্যাপ থেকে আপনার ছবি তুলুন অথবা উপায় এজেন্ট পয়েন্টে আসুন ।

৮। আপনার যদি এন্ড্রয়েড ফোন থাকে তাহলে উপায় অ্যাপটি ডাউনলোড করে উপায় অ্যাপের মাধ্যমে ছবি তুলে অ্যাকাউন্ট খোলার কাজ সম্পূর্ণ করুন অথবা আপনার নিকটস্থ উপায় এজেন্ট এর কাছে গিয়ে ছবি জমা দিন । এরপর আপনি আপনার একাউন্ট সম্পূর্ণ ভাবে ব্যবহার করতে পারবেন ।

উপায় app download

আমাদের মাঝে অনেকেই আছেন যারা জানতে চান উপায় অ্যাপ কিভাবে ডাউনলোড করতে হয় । আপনার স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে গিয়ে উপায় অ্যাপ লিখে সার্চ দিলেই আপনার সামনে উপায় অ্যাপটি চলে আসবে । এরপর অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করুন অথবা নিজের লিংকে ক্লিক করুন ।

উপায় App Download লিংক এখানে ক্লিক করুন

শেষ কথা

আশা করি আজকের উপায় মোবাইল ব্যাংকিং | উপায় মোবাইল ব্যাংকিং কোড আলোচনা আপনাদের ভালো লেগেছে । এই রকম আপডেট সমস্ত লেখা পেতে চোখ রাখুন “বেষ্ট ব্লগ বিডি” ব্লগে । এছাড়াও যদি আরও কোনও বিষয়ে লেখা পড়তে চান তাহলে আমাদের জানাতে পারেন ।


আরও পড়ুনঃ এম ক্যাশ মোবাইল ব্যাংকিং | M Cash Mobile Banking

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url