সব সিমের নাম্বার দেখার কোড | all sim balance check code bd

সব সিমের নাম্বার দেখার কোড | all sim balance check code bd - বাংলাদেশে বর্তমানে মোট ৫টি মোবাইল সিম অপারেটর রয়েছে । যথা – জিপি অর্থাৎ গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল এবং টেলিটক । প্রত্যেকটি মোবাইল সিম অপারেটরের রয়েছে সতন্ত্র কোড । 

যেমন –

  • জিপি এর কোড হচ্ছে 017 ও 013,
  • বাংলালিংক এর কোড হচ্ছে 019 ও 014,
  • রবি এর কোড হচ্ছে 018,
  • এয়ারটেল এর কোড হচ্ছে 016 এবং
  • টেলিটক এর কোড হচ্ছে 015 ।

এই ৫টি মোবাইল সিম অপারেটরের নাম্বার দেখার কোড অনেকে মনে রাখতে পারেন না । আর সে কারনে এই সকল সিম অপারেটরের গ্রাহকরা নাম্বার দেখার কোড গুগলে সার্চ করে থাকেন ।

আরও পড়ুনঃ Gpay wallet কি | Gpay wallet বিস্তারিত

আজকের ব্লগ পোস্টে আপনাদের সাথে শেয়ার করবো “সব সিমের নাম্বার দেখার কোড | all sim balance check code bd” বিষয়টি নিয়ে । বাংলাদেশের ৫টি অপারেটরের গ্রাহকরা বিভিন্ন সময় তাদের সিমের নাম্বার দেখার কোড google.com এ সার্চ করে থাকেন । আজকের ব্লগ পোস্টটি সব সিমের নাম্বার দেখার কোড নিয়ে লেখা । আশা করি আপনাদের ভালো লাগবে ।

সব সিমের নাম্বার দেখার কোড | all sim balance check code bd

সব সিমের নাম্বার দেখার কোড ২০২৪ - All Sim Number Check Code BD

আমাদের দেশে সিম সহজ লভ্য হওয়ার কারনে অনেক মোবাইল ব্যবহারকারীর কাছে বিভিন্ন অপারেটরের একাধিক সিম থাকে । আমরা সাধারনত একটা বা দুইটা সিম ব্যবহার করি বাকি সিম গুলা পকেটের মানিব্যাগে পড়ে থাকে । প্রয়োজন অনুযায়ী সেই সিমগুলো ব্যবহার করা হয় ।

আর সে কারনে আমারা অব্যবহৃত সিমগুলোর নাম্বার ভুলে যাই । আজকের ব্লগ পোস্টে ভুলে যাওয়া সিমের নাম্বার কিভাবে দেখবেন তা আলোচনা করবো । সব সিমের নাম্বার দেখার কোড নিচে দেওয়া হলো ।

অন্য পোস্টঃ পুলিশ ক্লিয়ারেন্স কি | পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

জিপি সিমের নাম্বার দেখার কোড - gp number check code

গ্রামীণফোন বা জিপি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় মোবাইল সিম কোম্পানি। বাংলাদেশে যে ৫টি সিম অপারেটর রয়েছে তাদের মধ্যে জিপি সেরা এবং অন্যতম । এদেশে ১৯৯৭ সালে জিপি তাদের যাত্রা শুরু করে । আজ পর্যন্ত তারা তাদের জনপ্রিয়তা সমান ভাবে ধরে রেখেছে ।

আজকের আলোচনায় আপনাদের আমি জানাবো যে কিভাবে জিপি সিমের নাম্বার বের করবেন । এই বিষয়টি অনেকেই জানেন আবার অনেকেই জানেন না । যারা জানেন না তাদের এই বিষয়টি খুব কাজে আসবে ।

জিপি সিমের নাম্বার দেখার জন্য প্রথমে আপনাকে মোবাইলে ডায়াল প্যাড ওপেন করতে হবে । জিপি সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *2# । 

*2# কোডটি ডায়াল করলেই আপনার জিপি সিমের নাম্বার আপনার মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে । আশা করি বন্ধুরা বিষয়টি বুঝতে পেরেছেন ।

স্কিটো নাম্বার দেখার কোড - skitto sim number check code

স্কিটো সিম হচ্ছে গ্রামীনফোনের একটি স্পেশাল সিম । এই সিম একটি ডিজিটাল সিম বলে প্রচার করে থাকে জিপি কোম্পানি । এই সিম সাধারনত আমাদের দেশের ইয়াং জেনারেশান ব্যাবহার করে থাকে বা তাদের উদ্দেশ্য করেই জিপি এই সিম মার্কেটে ছেড়েছে । এই সিম দিয়ে মোবাইলে ইন্টারনেট অফার গুলো ভালো পাওয়া যায় ।

skitto সিমের নাম্বার দেখার জন্য প্রথমে আপনাকে মোবাইলে ডায়াল প্যাড ওপেন করতে হবে । skitto সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *2# । 

এই *2# কোডটি ডায়াল করলেই আপনার skitto সিমের নাম্বার আপনার মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে । আশা করি বন্ধুরা বিষয়টি বুঝতে পেরেছেন ।

রবি সিমের নাম্বার দেখার কোড - robi number check code

আমাদের মাঝে অনেকেই আছেন যারা রবি সিম ব্যবহার করে থাকেন । রবি সিম এক সময় “একটেল” নামে পরিচিত ছিলো । এর বেশ পরে এসে তারা এই সিমের নাম দেয় “রবি” । তারপর থেকেই এই সিম রবি নামে পরিচিত । আমাদের অনেক সময় নিজের ব্যবহৃত নাম্বার ভুলে যাই । কিভাবে রবি সিমের নাম্বার বের করবেন বা দেখবেন তা আলোচনা করা হলো ।

রবি সিমের নাম্বার দেখার জন্য প্রথমে আপনাকে মোবাইলে ডায়াল প্যাড ওপেন করতে হবে । রবি সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *2# । 

এই *2# কোডটি ডায়াল করলেই আপনার রবি সিমের নাম্বার আপনার মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে । আশা করি বন্ধুরা বিষয়টি বুঝতে পেরেছেন ।

অন্য পোস্টঃ কাঠবাদাম খাওয়ার ১০ উপকারীতা | কাঠ বাদামের গুনাগুন

টেলিটক সিমের নাম্বার দেখার কোড - teletalk number check code

টেলিটক সিম হচ্ছে বাংলাদেশের সরকার কতৃক পরিচালিত একমাত্র সিম অপারেটর । বাংলাদেশের অনেক সার্ভিস আছে যে গুলো নিতে হলে এই টেলিটক সিমের প্রয়োজন পড়ে । বাংলাদেশের সরকার পরিচালিত যে সকল প্রতিষ্ঠান রয়েছে তার কর্মকর্তারা টেলিটক সিম ব্যবহার করে থাকেন । টেলিটক সিমের নাম্বার ভুলে গেলে কিভাবে তা বের করবেন তা আলোচনা করা হলো ।

টেলিটক সিমের নাম্বার দেখার জন্য প্রথমে আপনাকে মোবাইলে ডায়াল প্যাড ওপেন করতে হবে । টেলিটক সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *551# । 

এই *551# কোডটি ডায়াল করলেই আপনার টেলিটক সিমের নাম্বার আপনার মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে । আশা করি বন্ধুরা বিষয়টি বুঝতে পেরেছেন ।

বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড - banglalink number check

বাংলাদেশের আরেকটি জনপ্রিয় সিম অপারেটরের নাম হচ্ছে বাংলালিংক । বাংলাদেশের অনেক নাগরিক এই বাংলালিংক সিম ব্যবহার করে থাকেন । বাংলালিংকের সব সার্ভিস গুলো খুব ভালো । যারা বাংলালিংক ব্যবহার করেন তারা যদি নিজেদের সিমের নাম্বার ভুলে যান তাহলে তা কিভাবে বের করবেন বা দেখবেন তা আলোচনা করা হলো ।

বাংলালিংক সিমের নাম্বার দেখার জন্য প্রথমে আপনাকে মোবাইলে ডায়াল প্যাড ওপেন করতে হবে । বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড (Banglalink Number Check Code) হচ্ছে *511# । 

এই *511# কোডটি ডায়াল করলেই আপনার বাংলালিংক সিমের নাম্বার আপনার মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে । আশা করি বন্ধুরা বিষয়টি বুঝতে পেরেছেন ।

অন্য পোস্টঃ ছেলেদের চেহারা সুন্দর করার খাবার | ছেলেদের চেহারা সুন্দর করার উপায়

এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড - airtel number check code bd

বাংলাদেশের আরেকটি অন্যতম সিম আপারেটরের নাম হচ্ছে এয়ারটেল । এই সিম যখন বাংলাদেশের বাজারে আত্মপ্রকাশ করে তখন এই সিমের নাম ছিলো “ওয়ারিদ” । পরে এই “ওয়ারিদ” কোম্পানির কাছ থেকে “এয়ারটেল” কোম্পানি ওয়ারিদের সর্বসত্ব কিনে নেয় । তার পর থেকে এই সিমের নাম হয় “এয়ারটেল” ।

যারা “এয়ারটেল” সিম ব্যবহার করে থাকেন তারা যদি নিজেদের সিম নাম্বার ভুলে যান তাহলে কিভাবে নাম্বার বের করবেন বা দেখবেন তা আলোচনা করা হলো ।

এয়ারটেল সিমের নাম্বার দেখার জন্য প্রথমে আপনাকে মোবাইলে ডায়াল প্যাড ওপেন করতে হবে । এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড (Airtel Number Check Code) হচ্ছে *2# । 

এই *2# কোডটি ডায়াল করলেই আপনার এয়ারটেল সিমের নাম্বার আপনার মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে । আশা করি বন্ধুরা বিষয়টি বুঝতে পেরেছেন ।

বাংলাদেশে কি কি সিম আছে?

বাংলাদেশে মোবাইল সিম অপারেটর মোট ৫টি । মোবাইল সিম আপারেটরের নামগুলি নিচে দেওয়া হলো ----

১। গ্রামীনফোন

২। বাংলালিংক

৩। রবি (পূর্ব নাম একটেল)

৪। টেলিটক

৫। এয়ারটেল (পূর্ব নাম ওয়ারিদ)

বাংলাদেশের প্রথম মোবাইল কোম্পানির নাম কি?

সিটিসেল হচ্ছে বাংলাদেশের প্রথম মোবাইল কোম্পানি । দ্য প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড এর মালিকানাধীন ছিল সিটিসেল । 

সিটিসেল মোবাইলের প্রধান বৈশিষ্ট্য ছিল শুধুমাত্র সিটিসেল মোবাইল দিয়েই সিটিসেল এর সিম ব্যবহার করতে হতো । 

যার ফলে অন্যান্য মোবাইল ও সিম কোম্পানি আসার পর সিটিসেল জনপ্রিয়তা হারাতে থাকে । পরবর্তীতে সিটিসেল কোম্পানিটি বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছে ।

শেষ কথা

আশা করি আজকের “সব সিমের নাম্বার দেখার কোড | all sim balance check code bd” আলোচনা আপনাদের ভালো লেগেছে । এই রকম আপডেট সমস্ত লেখা পেতে চোখ রাখুন “বেষ্ট ব্লগ বিডি” ব্লগে । এছাড়াও যদি আরও কোনও বিষয়ে লেখা পড়তে চান তাহলে আমাদের জানাতে পারেন ।


আরও পড়ুনঃ সকল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স কোড | Emergency Balance Code

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url