বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট | বিকাশে ট্রেনের টিকেট কাটার নিয়ম

বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট | বিকাশে ট্রেনের টিকেট কাটার নিয়ম - বর্তমান সময়ে আমরা সকলেই অনেক ব্যাস্ত সময় পার করছি । সকলেই কোনো না কোনো কাজের সাথে জড়িত । একটা সময় ছিলো যখন রেল ষ্টেশনে লাইনে দাড়িয়ে টিকিট কাটতে হতো । এই ব্যাস্ত সময়ের মাঝে লাইনে দাড়িয়ে ট্রেনের টিকিট কাটা একটি কষ্টের কাজই বটে ।

বর্তমান সময়ে বিজ্ঞান প্রযুক্তির উন্নতির কারনে এই কষ্ট দুর হয়েছে । এখন আপনি চাইলেই মুহুর্তের মধ্যে বিকাশ মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারেন । যা আপনার মুল্যবান সময় সাশ্রয় করবে ।

আজকের “বেস্ট ব্লগ বিডি” এর ব্লগ পোস্টে আপনাদের সাথে শেয়ার করবো “বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট | বিকাশে ট্রেনের টিকেট কাটার নিয়ম” বিষয়টি নিয়ে ।

আরও পড়ুনঃ বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম | How to Close a bKash Account

বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট | বিকাশে ট্রেনের টিকেট কাটার নিয়ম

আমাদের মাঝে এখনও অনেকেই আছেন যারা এই বিষয়টি ভালো ভাবে জানেন না । যারা বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট কাটার নিয়মটি জানেন না তাদের জন্য এই পোস্ট অনেক হেল্পফুল হবে । বন্ধুরা, তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক ।

ঘরে বসে অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম

আপনি যদি বিকাশের মাধ্যমে ঘরে বসে অনলাইনে আপনার বাংলাদেশ রেলওয়ের ট্রেন ভ্রমনের টিকিট কাটতে চান তাহলে আপনাকে প্রথমে বাংলাদেশ রেলওয়ের “E-Ticketing Service” ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নিতে হবে ।

আপনি রেজিষ্ট্রেশন করতে চান? এই প্রক্রিয়া খুবই সহজ । আপনার যদি Registration করা না থাকে তাহলে এখানে “Bangladesh Railway E-Ticketing Service” Website Link দেওয়া হলো । এই লিংকে গিয়ে Registration কম্পিলিট করতে পারবেন ।

Bangladesh Railway E-Ticketing Service WebsiteLink

রেজিষ্ট্রেশন করতে যা প্রয়োজন

Bangladesh Railway E-Ticketing Service এ রেজিষ্ট্রেশন করতে হলে তিনটি তথ্যের প্রয়োজন । যা যা তথ্য প্রয়োজন তা নিম্নে বর্নিত হলো......

১। আপনার মোবাইল নাম্বার

২। আপনার এনআইডি নাম্বার

৩। আপনার ডেট অব বার্থ ।

অন্য পোস্টঃ সকল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স কোড | Emergency Balance Code

বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট

রেজিস্ট্রেশন তো Complete হলো । এবার আলোচনা করবো বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট কাটার নিয়ম সম্পর্কে । তাহলে চলুন বিকাশের মাধ্যমে কিভাবে ট্রেনের টিকিট কাটবেন তার পদ্ধতি পর্যায়ক্রমে দেখা যাক ।

১। প্রথমে আপনার স্মার্টফোনটিতে বিকাশ অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করে নিন । তারপর মোবাইল নাম্বার ও পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাপটিতে লগইন করুন ।

২। বিকাশ অ্যাপটি ওপেন করার পর এর মূল ইন্টারফেসে “টিকিট” নামক একটি অপশন বাটন দেখতে পারবেন । এবার টিকিট নামক বাটনে ক্লিক করুন ।

৩। এবার আপনার সামনে যে ইন্টারফেসটি ওপেন হবে সেখানে বিমান, বাস, লঞ্চ, মুভি, ট্রেন নামক অপশন দেখতে পাবেন । অনলাইনে বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে হলে সবার নিচে থাকা “ট্রেন” অপশনে ক্লিক করুন ।

৪। এবার আপনার মোবাইল স্ক্রীনে “Bangladesh Railway” নামক একটি অপশন আসবে সেখানে ক্লিক করুন । ওইখানে ক্লিক করার সাথে সাথে নিচে একটি পপ-আপ ওপেন হবে । সেখানে “ঠিক আছে” লেখার উপর ক্লিক করুন ।

অন্য পোস্টঃ পুলিশ ক্লিয়ারেন্স কি | পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

৫। এবার আপনার সামনে বাংলাদেশ রেলওয়ে “ই-টিকিট সেবা” পেজটি ওপেন হবে । আগেই আলোচনা করেছি এর রেজিস্ট্রেশন সম্পর্কে । উপরের ডান সাইটে মেনুবার আছে সেখানে ক্লিক করে “লগ ইন” অপশনে ক্লিক করে রেলসেবা রেজিস্ট্রেশনকৃত মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন ।

৬। লগ ইন করা হয়ে গেলে কোথা থেকে কোথায় যাবেন, তারিখ, শ্রেণি, যাত্রীসংখ্যা, বাচ্চার সংখ্যা সিলেক্ট করে “Find” অপশনে ক্লিক করুন ।

৭। এরপর আপনার সামনে যে ইন্টারফেসটি ওপেন হবে সেখানে আপনি কোন ট্রেনে যেতে চান সেটি সিলেক্ট করুন । এরপর সময় সিলেক্ট করুন । এবার নিচে থাকা “Details” বাটনে ক্লিক করুন ।

৮। এবার আপনার সামনে যে ইন্টারফেস ওপেন হবে সেখানে বিস্তারিত সহ টিকিটের মূল্য দেখতে পাবেন । এবার নিচে থাকা “Purchases” বাটনে ক্লিক করুন ।

৯। এবার আপনাকে আপনার সিট সিলেকশন করতে হবে । এজন্য Auto and Manual এর মধ্যে থেকে Manual এ ক্লিক করুন । এবার আপনি সিটগুলো দেখতে পাবেন । লাল ও সবুজ রং দিয়ে সিটগুলি চিহ্নিত করা থাকবে । যে সিটগুলো লাল সেগুলো বুকিং হয়ে গেছে আর যে সিটগুলো সবুজ সেগুলো বুকিং হয়নি । সবুজ রং এর সিটগুলির মধ্য থেকে আপনার সিটটি নির্বাচন করুন । এবার নিচে থাকা “Buy ticket” বাটনে ক্লিক করুন ।

১০। এবার আপনার সামনে যে ইন্টারফেস ওপেন হবে সেখানে Terms and Conditions - Agree করুন । Terms and Conditions - Agree করার পর “bKash Payment” অপশন আপনার সামনে আসবে । “Enter pin” লেখা স্থানে আপনার বিকাশের পিন দিয়ে “Confirm” বাটনে ক্লিক করুন । Confirm করার সাথে সাথে আপনার বিকাশের মাধ্যমে টিকিট কেনা হয়ে যাবে ।

১১। এখন একটা প্রশ্ন থাকে টিকিট কোথায় পাবেন? হ্যাঁ আপনি যে মেইল দিয়ে “রেলসেবা” এর রেজিস্ট্রেশন করেছিলেন সেই মেইল এড্রেসে PDF আকারে একটি টিকিট যাবে । ওই টিকিট প্রিন্ট করে আপনি আপনার কাংখিত ট্রেন যাত্রা করতে পারবেন ।

আশা করি বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট কাটার নিয়ম সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন । এবার আপনি অনায়াসে বিকাশের মাধ্যমে ট্রেনের টিকেট কাটতে পারবেন খুব অল্প সময়ে ।

অন্য পোস্টঃ Gpay wallet কি | Gpay wallet বিস্তারিত

ট্রেনের টিকিট কেনার নির্দেশনা

* অনলাইনের মাধ্যমে দশ দিন আগে থেকেই টিকিট কেনা যাবে ।

* আপনি মোবাইল ব্যাংকিং সেবাগুলি ব্যবহার করে টিকিটের জন্য অর্থ প্রদান করতে পারবেন । যেমন: নগদ, বিকাশ, রকেট, ইউপে বা ডেবিট/ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড, ডিবিবিএল নেক্সাস কার্ড এর মাধ্যমে । অন্যান্য পেমেন্ট ব্যাবস্থা খুব শীঘ্রই চালু হবে ।

* আপনার প্রদানকৃত টাকা অথবা লেনদেন যদি ব্যর্থ হয় তাহলে আপনার প্রদানকৃত টাকা নির্দ্দিষ্ট ব্যাংক বা MFS প্রদানকারী সংস্থা 8 (চার) কার্যদিবসের মধ্যে ফেরত দেবে ।

* যদি আপনার ব্যাংক কার্ড বা মোবাইল ওয়ালেট থেকে যদি টাকা কেটে নেওয়া হয়, কিন্তু আপনি টিকিট নিশ্চিতকরণ না পেয়ে থাকেন, তাহলে টাকার পরিমাণ আপনার ব্যাংক বা MFS প্রদানকারী 8 কার্যদিবসের মধ্যে ফেরত দেবে ।

* আপনি যদি আপনার ক্রয়কৃত টিকিটের অনুলিপি ইমেলের মাধ্যমে না পেয়ে থাকেন, অনুগ্রহ করে আপনার মেইলের স্প্যাম অথবা জাংক ফোল্ডার চেক করুন ।

* আপনি অ্যাপ লগইন করার পরে আপনার অ্যাকাউন্টের ক্রয় ইতিহাস থেকেও আপনার টিকিটের কপি ডাউনলোড করতে পারবেন ।

* আপনার স্মার্টফোনে গুগল প্লে থেকে E-Ticket Railway Gov BD/Bangladesh Railway দ্বারা প্রকাশিত অফিসিয়াল রেল সেবা (Rail Sheba) অ্যাপটি ডাউনলোড করুন ।

* যাত্রিরা যদি গুগল প্লে থেকে ভুয়া অ্যাপস বা অন্য কোনো অ্যাপ ডাউনলোড করে বাংলাদেশ রেলওয়ের ট্রেনের টিকিট বিক্রির দাবি করে তাহলে কর্তৃপক্ষ কোনো দায় নেবে না ।

শেষ কথা

আশা করি আজকের “বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট | বিকাশে ট্রেনের টিকেট কাটার নিয়ম” আলোচনা আপনাদের ভালো লেগেছে । এই রকম আপডেট সমস্ত লেখা পেতে চোখ রাখুন “বেষ্ট ব্লগ বিডি” ব্লগে । এছাড়াও যদি আরও কোনও বিষয়ে লেখা পড়তে চান তাহলে আমাদের জানাতে পারেন ।


আরও পড়ুনঃ বিকাশ একাউন্ট বন্ধ হলে করনীয় | bkash account bondho hole koronio

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url