বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট | বিকাশে ট্রেনের টিকেট কাটার নিয়ম
বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট | বিকাশে ট্রেনের টিকেট
কাটার নিয়ম - বর্তমান সময়ে আমরা সকলেই অনেক ব্যাস্ত সময় পার করছি । সকলেই কোনো না
কোনো কাজের সাথে জড়িত । একটা সময় ছিলো যখন রেল ষ্টেশনে লাইনে দাড়িয়ে টিকিট কাটতে হতো
। এই ব্যাস্ত সময়ের মাঝে লাইনে দাড়িয়ে ট্রেনের টিকিট কাটা একটি কষ্টের কাজই বটে ।
বর্তমান সময়ে বিজ্ঞান প্রযুক্তির উন্নতির কারনে এই কষ্ট
দুর হয়েছে । এখন আপনি চাইলেই মুহুর্তের মধ্যে বিকাশ মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারেন
। যা আপনার মুল্যবান সময় সাশ্রয় করবে ।
আজকের “বেস্ট ব্লগ বিডি” এর ব্লগ পোস্টে আপনাদের সাথে
শেয়ার করবো “বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট | বিকাশে ট্রেনের টিকেট কাটার নিয়ম” বিষয়টি
নিয়ে ।
আরও পড়ুনঃ বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম | How to Close a bKash Account
আমাদের মাঝে এখনও অনেকেই আছেন যারা এই বিষয়টি ভালো ভাবে
জানেন না । যারা বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট কাটার নিয়মটি জানেন না তাদের জন্য এই
পোস্ট অনেক হেল্পফুল হবে । বন্ধুরা, তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক ।
ঘরে বসে অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম
আপনি যদি বিকাশের মাধ্যমে ঘরে বসে অনলাইনে আপনার বাংলাদেশ রেলওয়ের ট্রেন ভ্রমনের টিকিট
কাটতে চান তাহলে আপনাকে প্রথমে বাংলাদেশ রেলওয়ের “E-Ticketing Service” ওয়েবসাইটে রেজিস্ট্রেশন
করে নিতে হবে ।
আপনি রেজিষ্ট্রেশন করতে চান? এই প্রক্রিয়া খুবই সহজ
। আপনার যদি Registration করা না থাকে তাহলে এখানে “Bangladesh Railway
E-Ticketing Service” Website Link দেওয়া হলো । এই লিংকে গিয়ে Registration কম্পিলিট
করতে পারবেন ।
Bangladesh Railway E-Ticketing Service WebsiteLink
রেজিষ্ট্রেশন করতে যা প্রয়োজন
Bangladesh Railway E-Ticketing Service এ রেজিষ্ট্রেশন
করতে হলে তিনটি তথ্যের প্রয়োজন । যা যা তথ্য প্রয়োজন তা নিম্নে বর্নিত হলো......
১। আপনার মোবাইল নাম্বার
২। আপনার এনআইডি নাম্বার
৩। আপনার ডেট অব বার্থ ।
অন্য পোস্টঃ সকল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স কোড | Emergency Balance Code
বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট
রেজিস্ট্রেশন তো Complete হলো । এবার আলোচনা করবো বিকাশের
মাধ্যমে ট্রেনের টিকিট কাটার নিয়ম সম্পর্কে । তাহলে চলুন বিকাশের মাধ্যমে কিভাবে ট্রেনের
টিকিট কাটবেন তার পদ্ধতি পর্যায়ক্রমে দেখা যাক ।
১। প্রথমে আপনার স্মার্টফোনটিতে বিকাশ অ্যাপ ডাউনলোড
করে ইন্সটল করে নিন । তারপর মোবাইল নাম্বার ও পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাপটিতে লগইন
করুন ।
২। বিকাশ অ্যাপটি ওপেন করার পর এর মূল ইন্টারফেসে “টিকিট”
নামক একটি অপশন বাটন দেখতে পারবেন । এবার টিকিট নামক বাটনে ক্লিক করুন ।
৩। এবার আপনার সামনে যে ইন্টারফেসটি ওপেন হবে সেখানে
বিমান, বাস, লঞ্চ, মুভি, ট্রেন নামক অপশন দেখতে পাবেন । অনলাইনে বিকাশের মাধ্যমে ট্রেনের
টিকিট কাটতে হলে সবার নিচে থাকা “ট্রেন” অপশনে ক্লিক করুন ।
৪। এবার আপনার মোবাইল স্ক্রীনে “Bangladesh Railway”
নামক একটি অপশন আসবে সেখানে ক্লিক করুন । ওইখানে ক্লিক করার সাথে সাথে নিচে একটি পপ-আপ
ওপেন হবে । সেখানে “ঠিক আছে” লেখার উপর ক্লিক করুন ।
অন্য পোস্টঃ পুলিশ ক্লিয়ারেন্স কি | পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
৫। এবার আপনার সামনে বাংলাদেশ রেলওয়ে “ই-টিকিট সেবা”
পেজটি ওপেন হবে । আগেই আলোচনা করেছি এর রেজিস্ট্রেশন সম্পর্কে । উপরের ডান সাইটে মেনুবার
আছে সেখানে ক্লিক করে “লগ ইন” অপশনে ক্লিক করে রেলসেবা রেজিস্ট্রেশনকৃত মেইল ও পাসওয়ার্ড
দিয়ে লগইন করুন ।
৬। লগ ইন করা হয়ে গেলে কোথা থেকে কোথায় যাবেন, তারিখ,
শ্রেণি, যাত্রীসংখ্যা, বাচ্চার সংখ্যা সিলেক্ট করে “Find” অপশনে ক্লিক করুন ।
৭। এরপর আপনার সামনে যে ইন্টারফেসটি ওপেন হবে সেখানে
আপনি কোন ট্রেনে যেতে চান সেটি সিলেক্ট করুন । এরপর সময় সিলেক্ট করুন । এবার নিচে
থাকা “Details” বাটনে ক্লিক করুন ।
৮। এবার আপনার সামনে যে ইন্টারফেস ওপেন হবে সেখানে বিস্তারিত
সহ টিকিটের মূল্য দেখতে পাবেন । এবার নিচে থাকা “Purchases” বাটনে ক্লিক করুন ।
৯। এবার আপনাকে আপনার সিট সিলেকশন করতে হবে । এজন্য
Auto and Manual এর মধ্যে থেকে Manual এ ক্লিক করুন । এবার আপনি সিটগুলো দেখতে পাবেন
। লাল ও সবুজ রং দিয়ে সিটগুলি চিহ্নিত করা থাকবে । যে সিটগুলো লাল সেগুলো বুকিং হয়ে
গেছে আর যে সিটগুলো সবুজ সেগুলো বুকিং হয়নি । সবুজ রং এর সিটগুলির মধ্য থেকে আপনার
সিটটি নির্বাচন করুন । এবার নিচে থাকা “Buy ticket” বাটনে ক্লিক করুন ।
১০। এবার আপনার সামনে যে ইন্টারফেস ওপেন হবে সেখানে
Terms and Conditions - Agree করুন । Terms and Conditions - Agree করার পর “bKash
Payment” অপশন আপনার সামনে আসবে । “Enter pin” লেখা স্থানে আপনার বিকাশের পিন দিয়ে
“Confirm” বাটনে ক্লিক করুন । Confirm করার সাথে সাথে আপনার বিকাশের মাধ্যমে টিকিট
কেনা হয়ে যাবে ।
১১। এখন একটা প্রশ্ন থাকে টিকিট কোথায় পাবেন? হ্যাঁ
আপনি যে মেইল দিয়ে “রেলসেবা” এর রেজিস্ট্রেশন করেছিলেন সেই মেইল এড্রেসে PDF আকারে
একটি টিকিট যাবে । ওই টিকিট প্রিন্ট করে আপনি আপনার কাংখিত ট্রেন যাত্রা করতে পারবেন
।
আশা করি বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট কাটার নিয়ম
সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন । এবার আপনি অনায়াসে বিকাশের মাধ্যমে ট্রেনের টিকেট
কাটতে পারবেন খুব অল্প সময়ে ।
অন্য পোস্টঃ Gpay wallet কি | Gpay wallet বিস্তারিত
ট্রেনের টিকিট কেনার নির্দেশনা
* অনলাইনের মাধ্যমে দশ দিন আগে থেকেই টিকিট কেনা যাবে
।
* আপনি মোবাইল ব্যাংকিং সেবাগুলি ব্যবহার করে টিকিটের
জন্য অর্থ প্রদান করতে পারবেন । যেমন: নগদ, বিকাশ, রকেট, ইউপে বা ডেবিট/ক্রেডিট কার্ড,
মাস্টার কার্ড, ভিসা কার্ড, ডিবিবিএল নেক্সাস কার্ড এর মাধ্যমে । অন্যান্য পেমেন্ট
ব্যাবস্থা খুব শীঘ্রই চালু হবে ।
* আপনার প্রদানকৃত টাকা অথবা লেনদেন যদি ব্যর্থ হয় তাহলে
আপনার প্রদানকৃত টাকা নির্দ্দিষ্ট ব্যাংক বা MFS প্রদানকারী সংস্থা 8 (চার) কার্যদিবসের
মধ্যে ফেরত দেবে ।
* যদি আপনার ব্যাংক কার্ড বা মোবাইল ওয়ালেট থেকে যদি
টাকা কেটে নেওয়া হয়, কিন্তু আপনি টিকিট নিশ্চিতকরণ না পেয়ে থাকেন, তাহলে টাকার পরিমাণ
আপনার ব্যাংক বা MFS প্রদানকারী 8 কার্যদিবসের মধ্যে ফেরত দেবে ।
* আপনি যদি আপনার ক্রয়কৃত টিকিটের অনুলিপি ইমেলের মাধ্যমে
না পেয়ে থাকেন, অনুগ্রহ করে আপনার মেইলের স্প্যাম অথবা জাংক ফোল্ডার চেক করুন ।
* আপনি অ্যাপ লগইন করার পরে আপনার অ্যাকাউন্টের ক্রয়
ইতিহাস থেকেও আপনার টিকিটের কপি ডাউনলোড করতে পারবেন ।
* আপনার স্মার্টফোনে গুগল প্লে থেকে E-Ticket Railway
Gov BD/Bangladesh Railway দ্বারা প্রকাশিত অফিসিয়াল রেল সেবা (Rail Sheba) অ্যাপটি
ডাউনলোড করুন ।
* যাত্রিরা যদি গুগল প্লে থেকে ভুয়া অ্যাপস বা অন্য কোনো
অ্যাপ ডাউনলোড করে বাংলাদেশ রেলওয়ের ট্রেনের টিকিট বিক্রির দাবি করে তাহলে কর্তৃপক্ষ
কোনো দায় নেবে না ।
শেষ কথা
আশা করি আজকের “বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট | বিকাশে ট্রেনের টিকেট কাটার নিয়ম” আলোচনা আপনাদের ভালো লেগেছে । এই রকম আপডেট সমস্ত লেখা পেতে চোখ রাখুন “বেষ্ট ব্লগ বিডি” ব্লগে । এছাড়াও যদি আরও কোনও বিষয়ে লেখা পড়তে চান তাহলে আমাদের জানাতে পারেন ।
আরও পড়ুনঃ বিকাশ একাউন্ট বন্ধ হলে করনীয় | bkash account bondho hole koronio
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url