বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম | বাটন মোবাইলে নগদ খোলার নিয়ম
বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম | বাটন মোবাইলে
নগদ খোলার নিয়ম - আমাদের দেশে অনেক মোবাইল ইউজার আছেন যারা শুধুমাত্র বাটন মোবাইল
ব্যাবহার করে থাকেন । তারা বাটন ফোন ব্যাবহারেই অভ্যস্ত । বাটন ফোন ইউজার যারা আছেন
তারা অনেকেই জিজ্ঞাসা করে থাকেন বাটন ফোন দিয়ে কিভাবে নগদ একাউন্ট খোলা সম্ভব?
হ্যাঁ, বাটন ফোনের মাধ্যমে নগদ একাউন্ট খোলা সম্ভব ।
নগদ তার গ্রাহকদের কথা মাথায় রেখে বাটন ফোন ব্যাবহারকারিদের সুবিধার্থে নগদ একাউন্ট
খোলার সুযোগ করে দিয়েছে ।
আজকের “বেস্ট ব্লগ বিডি” এর ব্লগ পোস্টে আপনাদের সাথে
শেয়ার করবো “বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম | বাটন মোবাইলে নগদ খোলার নিয়ম”
বিষয়টি সম্পর্কে । আশা করি আজকের এই ব্লগ পোস্ট আপনাদের অনেক উপকারে আসবে । বন্ধুরা
তাহলে চলুন শুরু করা যাক ।
অন্য পোস্টঃ বিকাশ একাউন্ট বন্ধ হলে করনীয় | bkash account bondho hole koronio
অন্য পোস্টঃ বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম | How to Close a bKash Account
যাদের কোনো প্রকার এ্যান্ড্রয়েড ফোন বা অ্যাপ ব্যাবহারের
সুযোগ নাই, তারা কিভাবে নগদ একাউন্ট খুলবেন? এর উত্তর হলো বাটন ফোন এর মাধ্যমে আপনি
খুব সহজেই নগদ একাউন্ট খুলতে পারবেন । বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম, কারা
এই পদ্ধতিতে একাউন্ট খুলতে পারবেন, কারা পারবেন না এ নিয়ে বিস্তারিত আলোচনা নিচে করা
হলো ।
বাটন ফোনের মাধ্যমে কারা নগদ একাউন্ট খুলতে পারবেন
আপানারা অবশ্যই জানেন যে নগদ একাউন্ট খুলতে গেলে একটি
নির্দ্দিষ্ট মোবাইল নাম্বারের প্রয়োজন হয় । অনেকে বিভিন্ন অপারেটরের সিম ব্যাবহার করে
থাকেন । আমাদের দেশের সব অপারেটরের সিম দিয়ে নগদ একাউন্ট খোলা সম্ভব নয় ।
যারা বাটন ফোন দিয়ে গ্রামীণফোন, রবি এবং এয়ারটেল অপারেটরের
সিম ব্যাবহার করেন তারাই শুধু মাত্র নগদ একাউন্ট খুলতে পারবেন । কারন আপনি যে আইডি
দিয়ে এই তিন অপারেটরের সিম কিনেছেন, বাটন ফোন দিয়ে নগদ একাউন্ট খুললে এই তিন অপারেটরের
কাছ থেকে নগদ আপনার সকল ইনফরমেশন নিয়ে নিবে । আপনাকে অতিরিক্ত আইডি দেওয়ার প্রয়োজন
নাই ।
বাটন ফোনের মাধ্যমে কারা নগদ একাউন্ট খুলতে পারবেন না
যারা বাটন ফোন দিয়ে বাংলালিংক এবং টেলিটক সিম ব্যাবহার করেন তারা বাটন ফোন দিয়ে নগদ একাউন্ট খুলতে পারবেন না । বাংলালিংক এবং টেলিটক সিম ব্যাবহারকারীদের অবশ্যই অ্যাপের মাধ্যমে বা নগদ এজেন্ট অথবা কাস্টমার কেয়ারে গিয়ে আইডি কার্ড দিয়ে একাউন্ট খুলতে হবে ।
অন্য পোস্টঃ সব সিমের নাম্বার দেখার কোড | all sim balance check code bd
বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম - বাটন মোবাইলে নগদ খোলার নিয়ম
যারা বাটন ফোনের মাধ্যমে নগদ একাউন্ট খুলতে চান তারা
নিম্ন লিখিত পদ্ধতি অনুসরন করে খুব সহজেই একাউন্ট খুলতে পারবেন । বাটন মোবাইলে নগদ
একাউন্ট খোলার নিয়ম নিচে বর্ননা করা হলো ।
১। প্রথমে আপনার বাটন বা ফিচার ফোন এর মাধ্যমে নগদ মোবাইল
ব্যাংকিং কোড *167# ডায়াল করুন ।
২। *167# ডায়াল করার পর আপনার বাটন ফোনে ৪ সংখ্যার একটি
পিন দিতে হবে । এই পিন আপনি ভালো ভাবে সেট করবেন কারণ পরবর্তী সময়ে নগদ থেকে লেনদেন
করতে গেলে এই পিন প্রয়োজন পড়বে ।
Reply বাটনে ক্লিক করে প্রথমবার ৪ সংখ্যার পিন নাম্বার
টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করুন । (আপনি এমন একটি পিন সেট করুন যা আপনার সব সময় মনে
থাকবে) ।
৩। এরপর আপনার কাছে আবার পিন কনফার্ম করার জন্য পিন
নাম্বারটি চাইবে । তাই নাম্বারটি কনফার্ম করার জন্য রিপলাই বাটনে ক্লিক করে আবার আপনার
প্রদানকৃত নাম্বারটি টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করুন ।
৪। এবার আপনার মোবাইলে একটি লেখা আসবে সেখানে লেখা থাকবে
“আপনি কি লভ্যাংশ নিতে আগ্রহী” । এখানে উত্তর থাকবে ১। হ্যাঁ ২। না । যদি আপনি লভ্যাংশ
নিতে আগ্রহী হন তাহলে ১ টাইপ করে সেন্ড করুন । আর যদি লভ্যাংশ নিতে আগ্রহী না হন তাহলে
২ টাইপ করে সেন্ড করুন ।
৫। ব্যাস আপনার বাটন ফোনের সাহায্যে নগদ একাউন্ট খোলা
সম্পন্ন হয়ে যাবে । এবার আপনি নগদ মোবাইল ব্যাংকিং কোড *167# ডায়াল ব্যালেন্স দেখাসহ
সব রকমের সুবিধা নিতে পারবেন ।
অন্য পোস্টঃ সকল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স কোড | Emergency Balance Code
নগদ একাউন্ট কোড
*167# হচ্ছে নগদ মোবাইল ব্যাংকিং USSD কোড । মোবাইলের মাধ্যমে অ্যাপ ছাড়া এই USSD কোড দিয়ে নগদ
মোবাইল ব্যাংকিং এর সকল কাজ করতে পারবেন ।
নগদ একাউন্ট কোড *১৬৭# | Nagad Account Code *167 #
নগদ একাউন্ট খুললে কত টাকা বোনাস
নগদ নতুন একাউন্ট খুললে একটা সময়ে ২৫ টাকা বোনাস পাওয়া
যেত যা একাউন্ট খোলার পরে সরাসরি নগদ একাউন্টে জমা হতো এবং ঐ টাকা মোবাইল রিচার্জ করলে
আরও ২৫ টাকা মোট ৫০ টাকা পাওয়া যেত । কিন্তু বর্তমানে নতুন নগদ একাউন্ট খুললে কোনো
বোনাস পাওয়া যায়না ।
একটি আইডি কার্ড দিয়ে কয়টি নগদ একাউন্ট খোলা যায়
একটি আইডি কার্ড ব্যবহার করে শুধুমাত্র একটি নগদ একাউন্ট
খুলতে পারবেন । দেশের প্রতিটি সিম অপারেটরের সিমে খুব সহজে নগদ একাউন্ট খুলতে পারবেন
।
অন্য পোস্টঃ Gpay wallet কি | Gpay wallet বিস্তারিত
নগদ কল সেন্টার নাম্বার | Nagad Customer Care
নগদ কল সেন্টার নাম্বার হচ্ছে ১৬১৬৭ অথবা ০৯৬ ০৯৬ ১৬১৬৭
। নগদ সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর জানার জন্য যেকোনো সময় যোগাযোগ করতে পারেন
২৪/৭ ও ৩৬৫ দিন ।
Nagad email address: info@nagad.com.bd
Nagad website address: https://nagad.com.bd/
নগদ যোগাযোগের ঠিকানা
Delta Dalia Tower (Level 13 and 14),
36 Kamal Ataturk Avenue, Banani, Dhaka-1213.
শেষ কথা
আশা করি আজকের “বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম | বাটন মোবাইলে নগদ খোলার নিয়ম” আলোচনা আপনাদের ভালো লেগেছে । এই রকম আপডেট সমস্ত লেখা পেতে চোখ রাখুন “বেষ্ট ব্লগ বিডি” ব্লগে । এছাড়াও যদি আরও কোনও বিষয়ে লেখা পড়তে চান তাহলে আমাদের জানাতে পারেন ।
অন্য পোস্টঃ বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট | বিকাশে ট্রেনের টিকেট কাটার নিয়ম
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url