দ্রুত ওজন বাড়ানোর উপায় | শরীরের ওজন বৃদ্ধি করার উপায়

দ্রুত ওজন বাড়ানোর উপায় | শরীরের ওজন বৃদ্ধি করার উপায় - মানুষের শরীরের ওজন বাড়ানো যেমন কঠিন কাজ, তেমনি ওজন কমানোও অনেক কঠিন । শরীরের ওজন বাড়লে রোগও বেশি হয় এটা ভুল ধারনা । কারন ওজন বাড়লেই যে রোগ হয় তা ঠিক নয় ।

তবে যাদের ওজন বেশি তাদের রোগ হওয়ার ঝুকি থাকে । যাদের ওজন বেশি তারা নিয়ম করে চললে স্বাস্থ্য বা ওজন কমাতে পারবেন । তারপরও যাদের স্বাস্থ্য একদমই নাই, যাদের শরীর রুগ্ন তারা একটু চেষ্টা করলেই ওজন বাড়াতে পারবেন ।

আমাদের মাঝে অনেকেই আছেন তারা তাদের স্বাস্থ্য নিয়ে অনেক চিন্তিত । তাদের অনেকেই রোগা, পাতলা অথবা চিকনা শরীরের অধিকারী । তারা অতিদ্রুত স্বাস্থ্যবান হতে চান । আসলে অতি দ্রুত স্বাস্থ্যবান হওয়া সম্ভব নয় । স্বাস্থ্যবান হতে হলে কিছু নিয়মকানুন মেনে চলতে হয় ।

দ্রুত ওজন বাড়ানোর উপায় | শরীরের ওজন বৃদ্ধি করার উপায়

আজকের ব্লগ পোস্টে আপনাদের সাথে আলোচনা করব কি করে আপনি আপনার স্বাস্থ্য বাড়াতে পারেন অথবা দ্রুত ওজন বাড়ানোর উপায় ও শরীরের ওজন বৃদ্ধি করার উপায় ।

ওজন বাড়ে না কেন

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা রোগা, পাতলা বা রুগ্ন । অনেক কারণেই মানব শরীরের ওজন বাড়ে না । শরীরের ওজন কমে যাওয়ার কারন আছে অনেক ।

যেমন - অনিয়মিত খাদ্য গ্রহন, খাদ্যাভ্যাস, ক্যান্সার, ডায়বেটিস, কিডনির সমস্যা, জেনেটিক কারন, টেনশন সহ আরো অনেক কারনে শরীরের ওজন কমে যেতে পারে । আমাদের শরীরের গঠন অনুযায়ী ওজন ঠিক রাখা উচিৎ ।

দ্রুত ওজন বাড়ানোর উপায় | druto ojon baranor upay

আপনার স্বাস্থ্য যদি খারাপ হয় অর্থাৎ আপনি যদি পাতলা শরীরের অধিকারী হন তাহলে আপনার স্বাস্থ্যকে বৃদ্ধি করতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে । আপনি হয়তো বা জানেন না কোন কোন উপায়ে স্বাস্থ্য বৃদ্ধি করা যায়?

আজকের এই আলোচনায় আপনাদেরকে জানাবো কয়েকটি উপায় । যার মাধ্যমে আপনি আপনার শারীরিক ওজন বা স্বাস্থ্য বৃদ্ধি করতে পারেন । তাহলে এবার চলুন জেনে নিই কিভাবে শরীরের ওজন বৃদ্ধি করবেন । ওজন বাড়ানোর ১০টি কার্যকারী উপায় নিম্নে বর্ননা করা হলো........

১। ফাস্টফুডঃ

ওজন বাড়ানোর জন্য বাইরের খাবার অর্থাৎ ফাস্টফুড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । আমরা সাধারনত বাইরের খাবার অর্থাৎ ফাস্টফুড খাওয়ার জন্য নিষেধ করে থাকি । তবে ওজন বাড়ানোর জন্য বাইরের খাবার বা ফাস্টফুড খেতে পারেন । যেমন - আইসক্রিম, কোল্ড ড্রিংকস, পেস্ট্রি, পিৎজা, বার্গার ইত্যাদি । আপনি ওজন বাড়াতে এগুলো খেতে পারেন তবে পরিমান মতো । সব থেকে ভালো হয় একজন বিশেষজ্ঞের সাথে কথা বলে খাবারের তালিকা তৈরী করে নিলে ।

২। ঘুমানোর আগে দুধ ও মধু পানঃ

ওজন বাড়াতে হলে রাত্রে ঘুমানোর আগে প্রচুর পরিমান পুষ্টিকর ও ক্যালরি যুক্ত খাবার খেতে হবে । দুধ ও মধু সর্বত্তম খাবার । দুধ ও মধু একত্রে খেলে প্রচুর পরিমান পুষ্টি উপাদান ও ক্যালোরি পাওয়া যায় । আপনি রাত্রে ঘুমানোর আগে এগুলো খেয়ে ঘুমালে শরীরের ওজন বাড়াতে সাহায্য করবে । আপনি যদি আপনার শরীরের ওজন বাড়াতে চান তাহলে নিয়মিত দুধ এবং মধু পান করতে পারেন ।

৩। সময় মতো ঘুমঃ

আমাদের শরীর সঠিক রাখার জন্য সুষম খাবার গ্রহণের মতোই পর্যাপ্ত ঘুমও জরুরি । আমাদের নিয়মিত প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা ঘুমানো উচিৎ । এর থেকে কম ঘুমানো যাবে না । শরীরকে চাঙ্গা ও সুস্থ্য রাখতে ঘুমের বিকল্প নেই । নিয়মিত ঘুম হলে আপনার ওজন বৃদ্ধিতে সহায়তা করবে । প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিয়ম করে ইয়োগা বা যোগাসন করতে পারেন । এভাবে নিয়ম করে চললে আপনার শরীর সুস্থ্য থাকবে এবং ওজন বৃদ্ধি পাবে ।

৪। থাকুন দুঃশ্চিন্তা মুক্তঃ

মানুষের সব সমস্যা ও রোগের বড় কারন হলো দুঃশ্চিন্তা । আপনার শরীরর রোগমুক্ত ও ওজন বাড়াতে চাইলে দুঃশ্চিন্তা মুক্ত থাকতে হবে । দুঃশ্চিন্তা এমনই একটা বিষ যা মানুষকে তিলে তিলে শেষ করে দেয় । তাই আমাদের উচিৎ সব সময় দুঃশ্চিন্তা মুক্ত থাকা । দুঃশ্চিন্তা মুক্ত জীবন দেহের ওজন বৃদ্ধি পেতে সাহায্য করে । দুঃশ্চিন্তা মুক্ত থাকতে নিয়মিত যোগ ব্যায়াম করতে পারেন ।

৫। নিয়মিত ড্রাই-ফ্রুটস খানঃ

শরীরের ওজন বাড়াতে ড্রাই-ফ্রুটস এর জুড়ি নেই । ড্রাই ফ্রুটস-এ আছে, প্রচুর ক্যালোরি এবং ফ্যাট, যা শরীরের ওজন বৃদ্ধিতে সাহায্য করে । যদি ওজন বাড়াতে চাইলে আপনার দিনের প্রথম খাবার হিসাবে ঘুম থেকে উঠেই কাজু ও কিসমিস খান নিয়মিত । এতে আপনার শরীরে অতিরিক্ত ক্যালোরি, ফ্যাট ও ক্যালসিম যুক্ত হবে, যার কারনে আপনার ওজন দ্রুত বৃদ্ধি পাবে । এরপর সকালে নাস্তার সময় আমন্ড বা পেস্তা বাদাম রাখুন । এভাবে চললে আপনার ওজন বৃদ্ধি পাবে ।

৬। প্রোটিন গ্রহন করুনঃ

শরীরের ওজন বৃদ্ধি করতে শুধু মাত্র ক্যালোরি যথেষ্ট নয় । ক্যালরি যুক্ত খাবার খাওয়ার পাশাপাশি সঠিক প্রোটিন জাতীয় খাবার খাওয়া উচিৎ । কারন প্রোটিন জাতীয় খাবার ক্যালোরির পাশাপাশি বাড়তি ফ্যাট যোগাতে সাহায্য করে । শরীরের বাড়তি ওজন চাইলে সঠিক প্রোটিন জাতীয় খাবার গ্রহন করা উচিৎ ।

৭। পরিমিত ক্যালোরি গ্রহনঃ

শরীরের ওজন বাড়াতে আপনার খাবার তালিকায় নিয়মিত ও পরিমিত ক্যালরি গ্রহন করতে হবে । কারন ক্যালরি শরীর গঠনে ও ওজন বাড়াতে সাহায্য করে । ক্যালরি শরীরের ওজন বাড়িয়ে তোলে । তবে খেয়াল রাখতে হবে যেন ক্যালরি গ্রহনের পরিমান বেশি না হয়ে যায় । কারন অতিরিক্ত ক্যালরি যুক্ত খাবার আমাদের স্বাস্থের উপর বিরুপ প্রভাব ফেলতে পারে ।

৮। বার বার খাবার গ্রহন করুনঃ

শরীরের ওজন বৃদ্ধি করতে চাইলে বার বার খাবার গ্রহন করা উচিৎ । যারা শরীরের ওজন বৃদ্ধি করতে চান, তারা ২ ঘন্টা পর পর খাবার গ্রহন করতে পারেন । এ জন্য দুধ, কলা, দুধের ছানা, দই, মিস্টি ইত্যাদি খেতে পারেন । এতে আপনার শরীরে বাড়তি পুষ্টির পাশাপাশি ওজন বৃদ্ধিতেও সাহায্য করবে ।

৯। নিয়মিত ব্যায়াম করুনঃ

নিয়মিত ব্যায়াম শুধু ওজন কমাতে নয়, ওজন বাড়াতেও সহায়তা করে । এজন্য অভিজ্ঞ জিম মাষ্টারের কাছ থেকে পরামর্শ নিতে পারেন, যে কোন ব্যায়াম করলে আপনার ওজন বৃদ্ধি পাবে ।

১০। ফ্যাটযুক্ত খাবার গ্রহন করুনঃ

শরীরের ওজন দ্রুত বাড়ানোর জন্য নিয়মিত ফ্যাটযুক্ত খাবার খেতে হবে । তবে খেতে হবে পরিমান মতো । কারন বেশি ফ্যাটযুক্ত খাবার আমাদের শরীরের জন্য ক্ষতিকরও বটে । সে কারনেই নিয়মিত ও পরিমিত ফ্যাটযুক্ত খাবার খেতে হবে ।

১৫ দিনে মোটা হওয়ার উপায়

প্রথমেই মনে রাখবেন, সঠিক ও স্বাস্থ্যকর ওজন প্রাপ্তির জন্য দ্রুত ও বোধগম্ভীর কোনো প্রক্রিয়া অনুসরণ করা উচিত নয় । আপনার দেহের ওজন বৃদ্ধি করতে চাইলে আপনার খাদ্যের পরিমাণ এবং কোনো প্রকারের ওজন বৃদ্ধির পরামর্শ পেতে ডায়েটিশিয়ানের সাথে যোগাযোগ করা ভালো ।

তবে, যদি আপনি স্বাস্থ্যকর ও নিরাপদ পথে ওজন বাড়ানোর উপায় জানতে চান, তাহলে নিম্নলিখিত কিছু পদক্ষেপ নিতে পারেন...........

স্বাস্থ্যকর খাবার নিন: আপনার ডায়েটে সমৃদ্ধ পুষ্টিকর খাবার অন্তর্ভুক্ত করুন, যেমন ফল, সবজি, গাড়া মাছ, ডাল, প্রোটিন যা সহজে পাওয়া যায় ।

নিয়মিত ব্যায়াম করুন: প্রতিদিন প্রায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ধরে প্রতিদিন ব্যায়াম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ । নিয়মিত ব্যায়াম করা মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এবং ওজন বাড়ানোর প্রক্রিয়াকে প্রোত্সাহিত করে ।

নিয়মিত খাওয়া: নিয়মিত খাবার খাওয়া অনেক গুরুত্বপূর্ণ । প্রতিদিন খাবারের নিয়মিত সময়ে খাওয়া উপকারী হতে পারে ।

ডায়েটিশিয়ানের পরামর্শ নিন: আপনি একজন ডায়েটিশিয়ানের সাথে কাজ করে আপনার শারীরিক ওজন বৃদ্ধির ডায়েট ও ওজন বৃদ্ধির বিষয়ে পরামর্শ নিতে পারেন ।

নির্দিষ্ট পরিমাণে প্রোটিন খাওয়া: প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শরীরের ওজন বাড়াতে সাহায্য করে ।

দ্রুত ওজন বাড়ে কি খেলে

ওজন বাড়ানোর জন্য নির্দিষ্ট নিয়ম নেই, কিন্তু কিছু ব্যায়াম করে ওজন বাড়ানো সম্ভব । এটির জন্য আপনি শরীরের রোগ প্রতিরোধ বাড়ানোর ক্ষেত্রে সহায়ক । এছাড়াও, প্রয়োজনে নিখুত পুষ্টিকর খাবার খেতে হবে যাতে শরীরের ওজন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি ও উপকারী উপাদানগুলি পাওয়া যায় ।

কোন সিরাপ খেলে ওজন বাড়ে

ওজন বাড়ানোর জন্য কোনো নির্দিষ্ট সিরাপ খাওয়া উচিত নয় । ওজন বাড়ানোর জন্য সঠিক পুষ্টিকর খাবার খাওয়া ও পর্যাপ্ত পরিমাণে ব্যায়াম করা গুরুত্বপূর্ণ ।

তবে, যদি আপনি কোনো সিরাপ নিয়ে ওজন বাড়াতে চান, তাহলে এটি স্বাস্থ্যগত দিক থেকে সনাক্ত করা গেলে ভালো হবে । তবে, আপনার এই বিষয়ে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত, কারণ প্রতিটি ব্যক্তির প্রয়োজন এবং স্বাস্থ্যের অবস্থা ভিন্ন-ভিন্ন হতে পারে ।

শেষ কথা

পরিশেষে, “স্বাস্থ্যই সকল সুখের মুল” । আমাদের কামনা থাকা উচিৎ সুস্থ্য এবং সবল সুন্দর একটি শরীরের । শুধু মোটা বা ওজন বৃদ্ধি করলেই যে আপনি সুস্থ্য থাকবেন এ কথা বলা যাবে না ।

শরীরকে সুস্থ্য ও সবল রাখতে নিয়মিত ব্যায়াম, খাবার জরুরী । সে কারনে নিয়ম মেনে চলুন, তবেই আপনি সুস্বাস্থ্য-এর অধিকারী হবেন । সব থেকে ভালো হয় একজন বিশেষজ্ঞ পুষ্টিবীদের সাথে কথা বলে খাবার ও ব্যায়ামের তালিকা তৈরী করে নিলে । তাহলে আপনি সব দিক থেকে নিরাপদ থাকবেন ।

আশা করি আজকের “দ্রুত ওজন বাড়ানোর উপায় | শরীরের ওজন বৃদ্ধি করার উপায়” আলোচনা আপনাদের ভালো লেগেছে । এই রকম আপডেট সমস্ত লেখা পেতে চোখ রাখুন “বেষ্ট ব্লগ বিডি” ব্লগে । এছাড়াও যদি আরও কোনও বিষয়ে লেখা পড়তে চান তাহলে আমাদের জানাতে পারেন ।

আরও পড়ুনঃ দ্রুত ওজন কমানোর উপায় | ওজন কমাতে খাবার তালিকা

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url