দ্রুত ওজন বাড়ানোর উপায় | শরীরের ওজন বৃদ্ধি করার উপায়
দ্রুত ওজন বাড়ানোর উপায় | শরীরের ওজন বৃদ্ধি করার
উপায় - মানুষের শরীরের ওজন বাড়ানো যেমন কঠিন কাজ, তেমনি ওজন কমানোও অনেক কঠিন । শরীরের
ওজন বাড়লে রোগও বেশি হয় এটা ভুল ধারনা । কারন ওজন বাড়লেই যে রোগ হয় তা ঠিক নয় ।
তবে যাদের ওজন বেশি তাদের রোগ হওয়ার ঝুকি থাকে । যাদের
ওজন বেশি তারা নিয়ম করে চললে স্বাস্থ্য বা ওজন কমাতে পারবেন । তারপরও যাদের স্বাস্থ্য
একদমই নাই, যাদের শরীর রুগ্ন তারা একটু চেষ্টা করলেই ওজন বাড়াতে পারবেন ।
আমাদের মাঝে অনেকেই আছেন তারা তাদের স্বাস্থ্য নিয়ে
অনেক চিন্তিত । তাদের অনেকেই রোগা, পাতলা অথবা চিকনা শরীরের অধিকারী । তারা অতিদ্রুত
স্বাস্থ্যবান হতে চান । আসলে অতি দ্রুত স্বাস্থ্যবান হওয়া সম্ভব নয় । স্বাস্থ্যবান
হতে হলে কিছু নিয়মকানুন মেনে চলতে হয় ।
আজকের ব্লগ পোস্টে আপনাদের সাথে আলোচনা করব কি করে আপনি
আপনার স্বাস্থ্য বাড়াতে পারেন অথবা দ্রুত ওজন বাড়ানোর উপায় ও শরীরের ওজন বৃদ্ধি
করার উপায় ।
ওজন বাড়ে না কেন
আমাদের মধ্যে অনেকেই আছেন যারা রোগা, পাতলা বা রুগ্ন
। অনেক কারণেই মানব শরীরের ওজন বাড়ে না । শরীরের ওজন কমে যাওয়ার কারন আছে অনেক ।
যেমন - অনিয়মিত খাদ্য গ্রহন, খাদ্যাভ্যাস, ক্যান্সার,
ডায়বেটিস, কিডনির সমস্যা, জেনেটিক কারন, টেনশন সহ আরো অনেক কারনে শরীরের ওজন কমে যেতে
পারে । আমাদের শরীরের গঠন অনুযায়ী ওজন ঠিক রাখা উচিৎ ।
দ্রুত ওজন বাড়ানোর উপায় | druto ojon baranor upay
আপনার স্বাস্থ্য যদি খারাপ হয় অর্থাৎ আপনি যদি পাতলা
শরীরের অধিকারী হন তাহলে আপনার স্বাস্থ্যকে বৃদ্ধি করতে হলে কিছু নিয়ম কানুন মেনে
চলতে হবে । আপনি হয়তো বা জানেন না কোন কোন উপায়ে স্বাস্থ্য বৃদ্ধি করা যায়?
আজকের এই আলোচনায় আপনাদেরকে জানাবো কয়েকটি উপায় ।
যার মাধ্যমে আপনি আপনার শারীরিক ওজন বা স্বাস্থ্য বৃদ্ধি করতে পারেন । তাহলে এবার চলুন
জেনে নিই কিভাবে শরীরের ওজন বৃদ্ধি করবেন । ওজন বাড়ানোর ১০টি কার্যকারী উপায় নিম্নে
বর্ননা করা হলো........
১। ফাস্টফুডঃ
ওজন বাড়ানোর জন্য বাইরের খাবার অর্থাৎ ফাস্টফুড গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে । আমরা সাধারনত বাইরের খাবার অর্থাৎ ফাস্টফুড খাওয়ার জন্য নিষেধ করে
থাকি । তবে ওজন বাড়ানোর জন্য বাইরের খাবার বা ফাস্টফুড খেতে পারেন । যেমন - আইসক্রিম,
কোল্ড ড্রিংকস, পেস্ট্রি, পিৎজা, বার্গার ইত্যাদি । আপনি ওজন বাড়াতে এগুলো খেতে পারেন
তবে পরিমান মতো । সব থেকে ভালো হয় একজন বিশেষজ্ঞের সাথে কথা বলে খাবারের তালিকা তৈরী
করে নিলে ।
২। ঘুমানোর আগে দুধ ও মধু পানঃ
ওজন বাড়াতে হলে রাত্রে ঘুমানোর আগে প্রচুর পরিমান পুষ্টিকর
ও ক্যালরি যুক্ত খাবার খেতে হবে । দুধ ও মধু সর্বত্তম খাবার । দুধ ও মধু একত্রে খেলে
প্রচুর পরিমান পুষ্টি উপাদান ও ক্যালোরি পাওয়া যায় । আপনি রাত্রে ঘুমানোর আগে এগুলো
খেয়ে ঘুমালে শরীরের ওজন বাড়াতে সাহায্য করবে । আপনি যদি আপনার শরীরের ওজন বাড়াতে চান
তাহলে নিয়মিত দুধ এবং মধু পান করতে পারেন ।
৩। সময় মতো ঘুমঃ
আমাদের শরীর সঠিক রাখার জন্য সুষম খাবার গ্রহণের মতোই
পর্যাপ্ত ঘুমও জরুরি । আমাদের নিয়মিত প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা ঘুমানো উচিৎ । এর থেকে
কম ঘুমানো যাবে না । শরীরকে চাঙ্গা ও সুস্থ্য রাখতে ঘুমের বিকল্প নেই । নিয়মিত ঘুম
হলে আপনার ওজন বৃদ্ধিতে সহায়তা করবে । প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিয়ম করে ইয়োগা
বা যোগাসন করতে পারেন । এভাবে নিয়ম করে চললে আপনার শরীর সুস্থ্য থাকবে এবং ওজন বৃদ্ধি
পাবে ।
৪। থাকুন দুঃশ্চিন্তা মুক্তঃ
মানুষের সব সমস্যা ও রোগের বড় কারন হলো দুঃশ্চিন্তা
। আপনার শরীরর রোগমুক্ত ও ওজন বাড়াতে চাইলে দুঃশ্চিন্তা মুক্ত থাকতে হবে । দুঃশ্চিন্তা
এমনই একটা বিষ যা মানুষকে তিলে তিলে শেষ করে দেয় । তাই আমাদের উচিৎ সব সময় দুঃশ্চিন্তা
মুক্ত থাকা । দুঃশ্চিন্তা মুক্ত জীবন দেহের ওজন বৃদ্ধি পেতে সাহায্য করে । দুঃশ্চিন্তা
মুক্ত থাকতে নিয়মিত যোগ ব্যায়াম করতে পারেন ।
৫। নিয়মিত ড্রাই-ফ্রুটস খানঃ
শরীরের ওজন বাড়াতে ড্রাই-ফ্রুটস এর জুড়ি নেই । ড্রাই
ফ্রুটস-এ আছে, প্রচুর ক্যালোরি এবং ফ্যাট, যা শরীরের ওজন বৃদ্ধিতে সাহায্য করে । যদি
ওজন বাড়াতে চাইলে আপনার দিনের প্রথম খাবার হিসাবে ঘুম থেকে উঠেই কাজু ও কিসমিস খান
নিয়মিত । এতে আপনার শরীরে অতিরিক্ত ক্যালোরি, ফ্যাট ও ক্যালসিম যুক্ত হবে, যার কারনে
আপনার ওজন দ্রুত বৃদ্ধি পাবে । এরপর সকালে নাস্তার সময় আমন্ড বা পেস্তা বাদাম রাখুন
। এভাবে চললে আপনার ওজন বৃদ্ধি পাবে ।
৬। প্রোটিন গ্রহন করুনঃ
শরীরের ওজন বৃদ্ধি করতে শুধু মাত্র ক্যালোরি যথেষ্ট
নয় । ক্যালরি যুক্ত খাবার খাওয়ার পাশাপাশি সঠিক প্রোটিন জাতীয় খাবার খাওয়া উচিৎ । কারন
প্রোটিন জাতীয় খাবার ক্যালোরির পাশাপাশি বাড়তি ফ্যাট যোগাতে সাহায্য করে । শরীরের বাড়তি
ওজন চাইলে সঠিক প্রোটিন জাতীয় খাবার গ্রহন করা উচিৎ ।
৭। পরিমিত ক্যালোরি গ্রহনঃ
শরীরের ওজন বাড়াতে আপনার খাবার তালিকায় নিয়মিত ও পরিমিত
ক্যালরি গ্রহন করতে হবে । কারন ক্যালরি শরীর গঠনে ও ওজন বাড়াতে সাহায্য করে । ক্যালরি
শরীরের ওজন বাড়িয়ে তোলে । তবে খেয়াল রাখতে হবে যেন ক্যালরি গ্রহনের পরিমান বেশি না
হয়ে যায় । কারন অতিরিক্ত ক্যালরি যুক্ত খাবার আমাদের স্বাস্থের উপর বিরুপ প্রভাব ফেলতে
পারে ।
৮। বার বার খাবার গ্রহন করুনঃ
শরীরের ওজন বৃদ্ধি করতে চাইলে বার বার খাবার গ্রহন করা
উচিৎ । যারা শরীরের ওজন বৃদ্ধি করতে চান, তারা ২ ঘন্টা পর পর খাবার গ্রহন করতে পারেন
। এ জন্য দুধ, কলা, দুধের ছানা, দই, মিস্টি ইত্যাদি খেতে পারেন । এতে আপনার শরীরে বাড়তি
পুষ্টির পাশাপাশি ওজন বৃদ্ধিতেও সাহায্য করবে ।
৯। নিয়মিত ব্যায়াম করুনঃ
নিয়মিত ব্যায়াম শুধু ওজন কমাতে নয়, ওজন বাড়াতেও সহায়তা
করে । এজন্য অভিজ্ঞ জিম মাষ্টারের কাছ থেকে পরামর্শ নিতে পারেন, যে কোন ব্যায়াম করলে
আপনার ওজন বৃদ্ধি পাবে ।
১০। ফ্যাটযুক্ত খাবার গ্রহন করুনঃ
শরীরের ওজন দ্রুত বাড়ানোর জন্য নিয়মিত ফ্যাটযুক্ত খাবার
খেতে হবে । তবে খেতে হবে পরিমান মতো । কারন বেশি ফ্যাটযুক্ত খাবার আমাদের শরীরের জন্য
ক্ষতিকরও বটে । সে কারনেই নিয়মিত ও পরিমিত ফ্যাটযুক্ত খাবার খেতে হবে ।
১৫ দিনে মোটা হওয়ার উপায়
প্রথমেই মনে রাখবেন, সঠিক ও স্বাস্থ্যকর ওজন প্রাপ্তির
জন্য দ্রুত ও বোধগম্ভীর কোনো প্রক্রিয়া অনুসরণ করা উচিত নয় । আপনার দেহের ওজন বৃদ্ধি
করতে চাইলে আপনার খাদ্যের পরিমাণ এবং কোনো প্রকারের ওজন বৃদ্ধির পরামর্শ পেতে ডায়েটিশিয়ানের
সাথে যোগাযোগ করা ভালো ।
তবে, যদি আপনি স্বাস্থ্যকর ও নিরাপদ পথে ওজন বাড়ানোর
উপায় জানতে চান, তাহলে নিম্নলিখিত কিছু পদক্ষেপ নিতে পারেন...........
স্বাস্থ্যকর খাবার নিন: আপনার ডায়েটে সমৃদ্ধ পুষ্টিকর
খাবার অন্তর্ভুক্ত করুন, যেমন ফল, সবজি, গাড়া মাছ, ডাল, প্রোটিন যা সহজে পাওয়া যায়
।
নিয়মিত ব্যায়াম করুন: প্রতিদিন প্রায় ৩০ মিনিট থেকে
১ ঘণ্টা ধরে প্রতিদিন ব্যায়াম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ । নিয়মিত ব্যায়াম করা মেটাবলিজম
বাড়াতে সাহায্য করে এবং ওজন বাড়ানোর প্রক্রিয়াকে প্রোত্সাহিত করে ।
নিয়মিত খাওয়া: নিয়মিত খাবার খাওয়া অনেক গুরুত্বপূর্ণ
। প্রতিদিন খাবারের নিয়মিত সময়ে খাওয়া উপকারী হতে পারে ।
ডায়েটিশিয়ানের পরামর্শ নিন: আপনি একজন ডায়েটিশিয়ানের
সাথে কাজ করে আপনার শারীরিক ওজন বৃদ্ধির ডায়েট ও ওজন বৃদ্ধির বিষয়ে পরামর্শ নিতে
পারেন ।
নির্দিষ্ট পরিমাণে প্রোটিন খাওয়া: প্রোটিন সমৃদ্ধ খাবার
খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শরীরের ওজন বাড়াতে সাহায্য করে ।
দ্রুত ওজন বাড়ে কি খেলে
ওজন বাড়ানোর জন্য নির্দিষ্ট নিয়ম নেই, কিন্তু কিছু
ব্যায়াম করে ওজন বাড়ানো সম্ভব । এটির জন্য আপনি শরীরের রোগ প্রতিরোধ বাড়ানোর ক্ষেত্রে
সহায়ক । এছাড়াও, প্রয়োজনে নিখুত পুষ্টিকর খাবার খেতে হবে যাতে শরীরের ওজন বৃদ্ধির
জন্য প্রয়োজনীয় পুষ্টি ও উপকারী উপাদানগুলি পাওয়া যায় ।
কোন সিরাপ খেলে ওজন বাড়ে
ওজন বাড়ানোর জন্য কোনো নির্দিষ্ট সিরাপ খাওয়া উচিত নয়
। ওজন বাড়ানোর জন্য সঠিক পুষ্টিকর খাবার খাওয়া ও পর্যাপ্ত পরিমাণে ব্যায়াম করা গুরুত্বপূর্ণ
।
তবে, যদি আপনি কোনো সিরাপ নিয়ে ওজন বাড়াতে চান, তাহলে
এটি স্বাস্থ্যগত দিক থেকে সনাক্ত করা গেলে ভালো হবে । তবে, আপনার এই বিষয়ে ডাক্তারের
সাথে পরামর্শ করা উচিত, কারণ প্রতিটি ব্যক্তির প্রয়োজন এবং স্বাস্থ্যের অবস্থা ভিন্ন-ভিন্ন
হতে পারে ।
শেষ কথা
পরিশেষে, “স্বাস্থ্যই সকল সুখের মুল” । আমাদের কামনা
থাকা উচিৎ সুস্থ্য এবং সবল সুন্দর একটি শরীরের । শুধু মোটা বা ওজন বৃদ্ধি করলেই যে
আপনি সুস্থ্য থাকবেন এ কথা বলা যাবে না ।
শরীরকে সুস্থ্য ও সবল রাখতে নিয়মিত ব্যায়াম, খাবার জরুরী । সে কারনে নিয়ম মেনে চলুন, তবেই আপনি সুস্বাস্থ্য-এর অধিকারী হবেন । সব থেকে ভালো হয় একজন বিশেষজ্ঞ পুষ্টিবীদের সাথে কথা বলে খাবার ও ব্যায়ামের তালিকা তৈরী করে নিলে । তাহলে আপনি সব দিক থেকে নিরাপদ থাকবেন ।
আশা করি আজকের “দ্রুত ওজন বাড়ানোর উপায় | শরীরের ওজন বৃদ্ধি করার উপায়” আলোচনা আপনাদের ভালো লেগেছে । এই রকম আপডেট সমস্ত লেখা পেতে চোখ রাখুন “বেষ্ট ব্লগ বিডি” ব্লগে । এছাড়াও যদি আরও কোনও বিষয়ে লেখা পড়তে চান তাহলে আমাদের জানাতে পারেন ।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url