সকল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স কোড | Emergency Balance Code
সকল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স কোড | Emergency
Balance Code - মোবাইল সিম গুলোর ইমারজেন্সি ব্যালেন্স কখন নিতে হয়? যখন আমাদের ব্যবহৃত
সিমের ব্যালেন্স শেষ হয়ে যায়, তখনই আমাদের জরুরি মুহূর্তের প্রয়োজন মেটানোর জন্য
ইমারজেন্সি ব্যালেন্স নিতে হয় ।
আমাদের এমনও মুহূর্তের মুখোমুখি হতে হয় যে, আমাদের
সিম থেকে কিভাবে ইমারজেন্সি ব্যালেন্স নিতে হয় তা আমরা জানি না বা ইমারজেন্সি ব্যালেন্স
নেওয়ার কোডটি আমাদের জানা থাকে না ।
আজকের “বেষ্ট ব্লগ বিডি” এর ব্লগপোস্টে আপনাদের সাথে
শেয়ার করবো বাংলাদেশের “সকল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স কোড | Emergency Balance
Code” সম্পর্কে । তাহলে চলুন শুরু করা যাক ।
বন্ধুরা, আজকের ব্লগ পোস্টে আপনাদের জানিয়ে দেবো বাংলাদেশের
যতগুলো সিম অপারেটর রয়েছে সেই সকল সিম থেকে কিভাবে ইমারজেন্সি ব্যালেন্স নিতে হয়
। সকল সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড সমূহ নিচে আলোচনা করা হলো ।
গ্রামীণফোন ইমার্জেন্সি ব্যালেন্স
প্রথমেই আমরা আলোচনা করব গ্রামীনফোনের সিম থেকে কিভাবে
ইমারজেন্সি ব্যালেন্স নিতে হয় । গ্রামীনফোনের সিম থেকে ইমারজেন্সি ব্যালেন্স নিতে
হলে আপনাকে প্রথমে আপনার মোবাইলের ডায়াল প্যাড ওপেন করতে হবে এবং সেখানে ডায়াল করতে
হবে *1010*10# বা *9# । এই কোড দুটি ডায়াল করার সাথে সাথেই আপনি গ্রামীনফোন থেকে পেয়ে
যাবেন ইমারজেন্সি ব্যালেন্স ।
অন্য পোস্টঃ জিপি সিম বন্ধ করার নিয়ম ২০২৪ । GP সিম বন্ধ করার উপায়
গ্রামীণফোন ইমার্জেন্সি ইন্টারনেট
গ্রামীনফোনে ইমার্জেন্সি ব্যালেন্স এর মতো ইমার্জেন্সি
ইন্টারনেট এমবি নিতে পারবেন । এ জন্য আপনাকে আপনার মোবাইলের ডায়াল প্যাড ওপেন করতে
হবে এবং সেখানে ডায়াল করতে হবে *121*3141# । এই কোডটি ডায়াল করার সাথে সাথেই আপনি
গ্রামীনফোন থেকে পেয়ে যাবেন ১০ টাকায় ৩০ এমবি ইমার্জেন্সি ডাটা লোন ৩ দিন মেয়াদে ।
জিপি ইমার্জেন্সি ব্যালেন্স চেক কোড
Grameenphone Emergency ব্যালেন্স নেওয়ার পর অবশিষ্ট
জরুরী ব্যালেন্স চেক করতে কি করবেন? জিপি ব্যবহারকারীদের ডায়াল করতে হবে
*121*1*2# । জিপি ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *121*1*4# ।
বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স
এবার আমরা আলোচনা করব বাংলালিংক সিম থেকে কিভাবে ইমারজেন্সি ব্যালেন্স নিতে হয় । বাংলালিংক সিম থেকে ইমারজেন্সি ব্যালেন্স নিতে হলে আপনাকে প্রথমে আপনার মোবাইলের ডায়াল প্যাড ওপেন করতে হবে এবং সেখানে ডায়াল করতে হবে *874# । এই কোডটি ডায়াল করার সাথে সাথেই আপনি বাংলালিংক সিম থেকে পেয়ে যাবেন ইমারজেন্সি ব্যালেন্স ।
অন্য পোস্টঃ পুলিশ ক্লিয়ারেন্স কি | পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স চেক
বাংলালিংক ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার পর অবশিষ্ট
জরুরী ব্যালেন্স চেক করতে, ব্যবহারকারীদের ডায়াল করতে হবে *124*500# অথবা *875*0#
।
রবি ইমারজেন্সি ব্যালেন্স
এবার আমরা আলোচনা করব রবি সিম থেকে কিভাবে ইমারজেন্সি
ব্যালেন্স নিতে হয় । রবি সিম থেকে ইমারজেন্সি ব্যালেন্স নিতে হলে আপনাকে প্রথমে আপনার
মোবাইলের ডায়াল প্যাড ওপেন করতে হবে এবং সেখানে ডায়াল করতে হবে *8# । এই কোডটি ডায়াল
করার সাথে সাথেই আপনি রবি সিম থেকে পেয়ে যাবেন ইমারজেন্সি ব্যালেন্স ।
রবি ইমারজেন্সি ব্যালেন্স চেক
*1# অথবা *222# ডায়াল করে রবি ইমারজেন্সি ব্যালেন্স
চেক করুন । রবি ইমারজেন্সি ব্যালেন্স চেক (পরিশোধ না করা ইমারজেন্সি ব্যালেন্স) চেক
করতে *8# ডায়াল করুন এবং অ্যাকাউন্ট মেন্যুতে গিয়ে 1 চাপুন ।
অন্য পোস্টঃ খুলনা বিভাগ সম্পর্কে তথ্য | খুলনা বিভাগ পরিচিতি ২০২৪
এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স কোড
এবার আমরা আলোচনা করব এয়ারটেল সিম থেকে কিভাবে ইমারজেন্সি
ব্যালেন্স নিতে হয় । এয়ারটেল সিম থেকে ইমারজেন্সি ব্যালেন্স নিতে হলে আপনাকে প্রথমে
আপনার মোবাইলের ডায়াল প্যাড ওপেন করতে হবে এবং সেখানে ডায়াল করতে হবে *141# বা *8#
। এই কোডটি ডায়াল ডায়াল করে ইমার্জেন্সি ব্যালান্স, ইন্টারনেট ডেটা আর মিনিট লোন নিতে
পারবেন ।
এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স চেক
এয়ারটেল ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার পর অবশিষ্ট জরুরী
ব্যালেন্স চেক করতে, ব্যবহারকারীদের ডায়াল করতে হবে *666# এবং টাইপ করুন আপনার কাঙ্ক্ষিত
সার্ভিস - ডাটা, মিনিট, ব্যালেন্স ও অন্যান্য ।
অন্য পোস্টঃ কাঠবাদাম খাওয়ার ১০ উপকারীতা | কাঠ বাদামের গুনাগুন
টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স
এবার আমরা আলোচনা করব টেলিটক সিম থেকে কিভাবে ইমারজেন্সি
ব্যালেন্স নিতে হয় । টেলিটক সিম থেকে ইমারজেন্সি ব্যালেন্স নিতে হলে আপনাকে প্রথমে
আপনার মোবাইলের ডায়াল প্যাড ওপেন করতে হবে এবং সেখানে ডায়াল করতে হবে *1122# । এই
কোডটি ডায়াল করার সাথে সাথেই আপনি টেলিটক সিম থেকে পেয়ে যাবেন ইমারজেন্সি ব্যালেন্স
।
টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স চেক
টেলিটক ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার পর অবশিষ্ট জরুরী ব্যালেন্স চেক করতে, ব্যবহারকারীদের ডায়াল করতে হবে *1122*0# ।
শেষ কথা
আশা করি আজকের “সকল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স কোড | Emergency Balance Code” আলোচনা আপনাদের ভালো লেগেছে । এই রকম আপডেট সমস্ত লেখা পেতে চোখ রাখুন “বেষ্ট ব্লগ বিডি” ব্লগে । এছাড়াও যদি আরও কোনও বিষয়ে লেখা পড়তে চান তাহলে আমাদের জানাতে পারেন ।
আরও পড়ুনঃ Gpay wallet কি | Gpay wallet বিস্তারিত
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url