Gpay wallet কি | Gpay wallet বিস্তারিত

Gpay wallet কি | Gpay wallet বিস্তারিত - Gpay Wallet হচ্ছে গ্রামীণফোনের (Grameen Phone) একটি GP Financial Services বা smart payment system সমৃদ্ধ একটি স্মার্টমোবাইল app । Gpay Wallet এর মাধ্যমে গ্রামীনফোনের গ্রাহকেরা বেশ কিছু সুবিধা নিতে পারবেন । এই অ্যাপকে অনেকে Gp Walletও বলে থাকে । গ্রামীণফোন তাদের গ্রাহকেদের সুবিধার কথা মাথায় রেখে এই অ্যাপটি তৈরী করেছে ।

আজকের “বেষ্ট ব্লগ বিডি” এর ব্লগ পোস্টে আপনাদের সাথে শেয়ার করবো “Gpay wallet কি | Gpay wallet বিস্তারিত” বিষয়টি নিয়ে । Gpay wallet নিয়ে অনেকেই বেশ কৌতুহলী হয়ে জানতে চান, তাদের জন্য আজকের এই ব্লগ পোস্ট । তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক ।

Gpay wallet কি | Gpay wallet বিস্তারিত

Gpay wallet কেন গুরুত্বপূর্ণ

গ্রামীণফোন Gpay wallet এর মাধ্যমে তাদের গ্রাহকদের বেশ কিছু সুযোগ-সুবিধা দিয়ে থাকে । Gpay wallet এ যে সকল সুযোগ-সুবিধা থাকছে তা নিম্নরুপ ---

১। ইউটিলিটি বিল প্রদান (ইলেট্রিসিটি, গ্যাস, পানি, ইন্টারনেট (ব্রডব্যান্ড),

২। ক্যাবল টিভি বিল প্রদান,

৩। এয়ারটাইম রিচার্জ, ভয়েস/ইন্টারনেট প্যাক ক্রয়,

৪। ট্রেনের টিকেট কিনতে পারবেন ।

অন্য পোস্টঃ পুলিশ ক্লিয়ারেন্স কি | পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

Gpay Wallet Account

প্রথমত গ্রাহকগণ চাইলে তাদের হাতের বাটন বা ফিচার ফোন থেকেও *৭৭৭# ডায়াল করে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং  Gpay Wallet Account তৈরী করে ব্যাবহার করতে পারবেন ।

Gpay Wallet ব্যবহারের ক্ষেত্রে, গ্রাহকগণ তাদের স্মার্টফোনে App Store / Google Play Store থেকে Gpay App মোবাইলে ডাউনলোড করতে পারবেন এবং এই অ্যাপটির মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন ।

Gpay Wallet খোলার নিয়ম

Gpay সকল প্রকার সুবিধা পেতে চাইলে প্রথমে আপনাকে একটি Gpay Wallet Account খোলা লাগবে । অ্যাপের মাধ্যমে Gpay Wallet Account খোলার নিয়ম নিচে দেওয়া হলো ।

১। প্রথমে গুগল প্লে ষ্টোর থেকে Gpay Wallet appটি ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে ।

২। এবার অ্যাপটি ওপেন করে আপনার জিপি নাম্বার টাইপ করুন এবং ৪-৬ সংখ্যার পিন টাইপ করে আবার কনফার্ম পিন টাইপ করুন । এবার নিচে থাকা টার্মস এ্যান্ড কন্ডিশন এক্সেপ্ট করে Sign up বাটনে ক্লিক করুন ।

৩। এবার আপনার মোবাইল নাম্বারে একটি OTP Code আসবে সেটি বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করুন ।

৪। এবার আপনার সামনে Gpay Wallet এর মুল ইন্টারফেস ওপেন হবে । এবার আপনাকে Gpay Wallet এর প্রোফাইল কম্পিলিট করতে হবে । এজন্য উপরে থাকা থ্রি লাইনে ক্লিক করে Profile Option এ গিয়ে Edit এ ক্লিক করুন এবং একে একে First Name, Last Name, Email ID, NID Number, Date of Birth লিখে Submit বাটনে ক্লিক করুন ।

ব্যাস আপনার Gpay Wallet Account কম্পিলিট । এবার আপনি আপনার Gpay Wallet Account থেকে সব রকমের সুবিধা নিতে পারবেন ।

অন্য পোস্টঃ খুলনা বিভাগ সম্পর্কে তথ্য | খুলনা বিভাগ পরিচিতি ২০২৪

Gpay ওয়ালেট রিফিল | Gpay Wallet Refill

Gpay ওয়ালেট রিফিল করতে Grameen Phone এর গ্রাহকগণ তাদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট যেমন - রকেট, এবি ব্যাংক, ইসলামি ব্যাংক অথবা যেকোনো Mobicash আউটলেট ব্যবহার করতে পারবেন ।

Gpay Wallet এর সুবিধা

এখন ইউটিলিটি বিল পরিশোধের জন্য আর লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না । আপনার পানি, গ্যাস, বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন Gpay Wallet ব্যবহার করে । সারা দেশ জুড়ে ১৪ টি ইউটিলিটি কোম্পানির সাথে GP অংশীদারিত্বে আবদ্ধ হয়েছে । আর সে কারনে বিল পরিশোধ করুন খুব সহজেই ।

অন্য পোস্টঃ কাঠবাদাম খাওয়ার ১০ উপকারীতা | কাঠ বাদামের গুনাগুন

Gpay ইউটিলিটি পার্টনার

বিদ্যুৎঃ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, ডেসকো , পিডিবি (চট্টগ্রাম, সিলেট, রংপুর, দিনাজপুর), ওয়েস্ট জোন পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (WZPDCL) ।

গ্যাসঃ তিতাস, বাখরাবাদ গ্যাস (BGSL), কর্ণফুলী গ্যাস (KGDCL), জালালাবাদ গ্যাস (JGSL) ।

পানিঃ চট্টগ্রাম ওয়াসা , খুলনা ওয়াসা ।

ইন্টারনেটঃ ডোজ, কিউবি

Gpay সার্ভিস চার্জ

গ্রামীণফোন Gpay সার্ভিস ব্যাবহার করে ইউটিলিটি বিল প্রদানের জন্য খুব সামান্য সার্ভিস চার্জ নির্ধারণ করেছে । ইউটিলিটি বিল প্রদানের Gpay সার্ভিস চার্জ নিম্নরুপ ---

১। ০-৪০০ টাকা/৫ টাকা,

২। ৪০১-১৫০০ টাকা/১০ টাকা,

৩। ১৫০১-৫০০০ টাকা/১৫ টাকা,

৪। ৫০০০ এর বেশি হলে ২৫ টাকা ।

অন্য পোস্টঃ ছেলেদের চেহারা সুন্দর করার খাবার | ছেলেদের চেহারা সুন্দর করার উপায়

Gpay কোড | Gpay Code

Gpay কোড হচ্ছে *৭৭৭# । গ্রামীণফোনের সিম ব্যাবহার করে *777# ডায়াল করে Gpay রেজিস্ট্রেশনসহ যে কোনো ধরনের সুবিধা নিতে পারবেন ।

Gpay App

গ্রামীণফোন তাদের ক্রমবার্ধমান গ্রাহকের কথা মাথায় রেখ Gpay App তৈরী করেছে । গুগল প্লে ষ্টোরে Gpay App পেয়ে যাবেন খুব সহজেই । আপনাদের সুবিধার জন্য নিচেও Gpay App এর লিংক দেওয়া হলো । এখান থেকেও Gpay App ডাউনলোড করে নিতে পারবেন ।

GpayApp

শেষ কথা

আশা করি আজকের “Gpay wallet কি | Gpay wallet বিস্তারিত” আলোচনা আপনাদের ভালো লেগেছে । এই রকম আপডেট সমস্ত লেখা পেতে চোখ রাখুন “বেষ্ট ব্লগ বিডি” ব্লগে । এছাড়াও যদি আরও কোনও বিষয়ে লেখা পড়তে চান তাহলে আমাদের জানাতে পারেন ।


আরও পড়ুনঃ জিপি সিম বন্ধ করার নিয়ম ২০২৪ । GP সিম বন্ধ করার উপায়

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url