Gpay wallet কি | Gpay wallet বিস্তারিত
Gpay wallet কি | Gpay wallet বিস্তারিত - Gpay
Wallet হচ্ছে গ্রামীণফোনের (Grameen Phone) একটি GP Financial Services বা smart
payment system সমৃদ্ধ একটি স্মার্টমোবাইল app । Gpay Wallet এর মাধ্যমে গ্রামীনফোনের
গ্রাহকেরা বেশ কিছু সুবিধা নিতে পারবেন । এই অ্যাপকে অনেকে Gp Walletও বলে থাকে । গ্রামীণফোন
তাদের গ্রাহকেদের সুবিধার কথা মাথায় রেখে এই অ্যাপটি তৈরী করেছে ।
আজকের “বেষ্ট ব্লগ বিডি” এর ব্লগ পোস্টে আপনাদের সাথে
শেয়ার করবো “Gpay wallet কি | Gpay wallet বিস্তারিত” বিষয়টি নিয়ে । Gpay wallet নিয়ে
অনেকেই বেশ কৌতুহলী হয়ে জানতে চান, তাদের জন্য আজকের এই ব্লগ পোস্ট । তাহলে চলুন বন্ধুরা
শুরু করা যাক ।
Gpay wallet কেন গুরুত্বপূর্ণ
গ্রামীণফোন Gpay wallet এর মাধ্যমে তাদের গ্রাহকদের
বেশ কিছু সুযোগ-সুবিধা দিয়ে থাকে । Gpay wallet এ যে সকল সুযোগ-সুবিধা থাকছে তা নিম্নরুপ
---
১। ইউটিলিটি বিল প্রদান (ইলেট্রিসিটি, গ্যাস, পানি,
ইন্টারনেট (ব্রডব্যান্ড),
২। ক্যাবল টিভি বিল প্রদান,
৩। এয়ারটাইম রিচার্জ, ভয়েস/ইন্টারনেট প্যাক ক্রয়,
৪। ট্রেনের টিকেট কিনতে পারবেন ।
অন্য পোস্টঃ পুলিশ ক্লিয়ারেন্স কি | পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
Gpay Wallet Account
প্রথমত গ্রাহকগণ চাইলে তাদের হাতের বাটন বা ফিচার ফোন
থেকেও *৭৭৭# ডায়াল করে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং Gpay Wallet Account তৈরী করে ব্যাবহার করতে পারবেন
।
Gpay Wallet ব্যবহারের ক্ষেত্রে, গ্রাহকগণ তাদের স্মার্টফোনে
App Store / Google Play Store থেকে Gpay App মোবাইলে ডাউনলোড করতে
পারবেন এবং এই অ্যাপটির মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন ।
Gpay Wallet খোলার নিয়ম
Gpay সকল প্রকার সুবিধা পেতে চাইলে প্রথমে আপনাকে একটি
Gpay Wallet Account খোলা লাগবে । অ্যাপের মাধ্যমে Gpay Wallet Account খোলার নিয়ম
নিচে দেওয়া হলো ।
১। প্রথমে গুগল প্লে ষ্টোর থেকে Gpay Wallet appটি ডাউনলোড
করে ইন্সটল করে নিতে হবে ।
২। এবার অ্যাপটি ওপেন করে আপনার জিপি নাম্বার টাইপ করুন
এবং ৪-৬ সংখ্যার পিন টাইপ করে আবার কনফার্ম পিন টাইপ করুন । এবার নিচে থাকা টার্মস
এ্যান্ড কন্ডিশন এক্সেপ্ট করে Sign up বাটনে ক্লিক করুন ।
৩। এবার আপনার মোবাইল নাম্বারে একটি OTP Code আসবে সেটি
বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করুন ।
৪। এবার আপনার সামনে Gpay Wallet এর মুল ইন্টারফেস ওপেন
হবে । এবার আপনাকে Gpay Wallet এর প্রোফাইল কম্পিলিট করতে হবে । এজন্য উপরে থাকা থ্রি
লাইনে ক্লিক করে Profile Option এ গিয়ে Edit এ ক্লিক করুন এবং একে একে First Name,
Last Name, Email ID, NID Number, Date of Birth লিখে Submit বাটনে ক্লিক করুন ।
ব্যাস আপনার Gpay Wallet Account কম্পিলিট । এবার আপনি
আপনার Gpay Wallet Account থেকে সব রকমের সুবিধা নিতে পারবেন ।
অন্য পোস্টঃ খুলনা বিভাগ সম্পর্কে তথ্য | খুলনা বিভাগ পরিচিতি ২০২৪
Gpay ওয়ালেট রিফিল | Gpay Wallet Refill
Gpay ওয়ালেট রিফিল করতে Grameen Phone এর গ্রাহকগণ তাদের
বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট যেমন - রকেট, এবি ব্যাংক, ইসলামি ব্যাংক অথবা যেকোনো Mobicash
আউটলেট ব্যবহার করতে পারবেন ।
Gpay Wallet এর সুবিধা
এখন ইউটিলিটি বিল পরিশোধের জন্য আর লম্বা লাইনে দাঁড়িয়ে
থাকতে হবে না । আপনার পানি, গ্যাস, বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন Gpay Wallet ব্যবহার
করে । সারা দেশ জুড়ে ১৪ টি ইউটিলিটি কোম্পানির সাথে GP অংশীদারিত্বে আবদ্ধ হয়েছে ।
আর সে কারনে বিল পরিশোধ করুন খুব সহজেই ।
অন্য পোস্টঃ কাঠবাদাম খাওয়ার ১০ উপকারীতা | কাঠ বাদামের গুনাগুন
Gpay ইউটিলিটি পার্টনার
বিদ্যুৎঃ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, ডেসকো
, পিডিবি (চট্টগ্রাম, সিলেট, রংপুর, দিনাজপুর), ওয়েস্ট জোন পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি
লিমিটেড (WZPDCL) ।
গ্যাসঃ তিতাস, বাখরাবাদ গ্যাস (BGSL), কর্ণফুলী গ্যাস
(KGDCL), জালালাবাদ গ্যাস (JGSL) ।
পানিঃ চট্টগ্রাম ওয়াসা , খুলনা ওয়াসা ।
ইন্টারনেটঃ ডোজ, কিউবি
Gpay সার্ভিস চার্জ
গ্রামীণফোন Gpay সার্ভিস ব্যাবহার করে ইউটিলিটি বিল
প্রদানের জন্য খুব সামান্য সার্ভিস চার্জ
নির্ধারণ করেছে । ইউটিলিটি বিল প্রদানের Gpay সার্ভিস চার্জ নিম্নরুপ ---
১। ০-৪০০ টাকা/৫ টাকা,
২। ৪০১-১৫০০ টাকা/১০ টাকা,
৩। ১৫০১-৫০০০ টাকা/১৫ টাকা,
৪। ৫০০০ এর বেশি হলে ২৫ টাকা ।
অন্য পোস্টঃ ছেলেদের চেহারা সুন্দর করার খাবার | ছেলেদের চেহারা সুন্দর করার উপায়
Gpay কোড | Gpay Code
Gpay কোড হচ্ছে *৭৭৭# । গ্রামীণফোনের সিম ব্যাবহার করে
*777# ডায়াল করে Gpay রেজিস্ট্রেশনসহ যে কোনো ধরনের সুবিধা নিতে পারবেন ।
Gpay App
গ্রামীণফোন তাদের ক্রমবার্ধমান গ্রাহকের কথা মাথায় রেখ
Gpay App তৈরী করেছে । গুগল প্লে ষ্টোরে Gpay App পেয়ে যাবেন খুব সহজেই । আপনাদের সুবিধার
জন্য নিচেও Gpay App এর লিংক দেওয়া হলো । এখান থেকেও Gpay App ডাউনলোড করে নিতে পারবেন
।
শেষ কথা
আশা করি আজকের “Gpay wallet কি | Gpay wallet বিস্তারিত” আলোচনা আপনাদের ভালো লেগেছে । এই রকম আপডেট সমস্ত লেখা পেতে চোখ রাখুন “বেষ্ট ব্লগ বিডি” ব্লগে । এছাড়াও যদি আরও কোনও বিষয়ে লেখা পড়তে চান তাহলে আমাদের জানাতে পারেন ।
আরও পড়ুনঃ জিপি সিম বন্ধ করার নিয়ম ২০২৪ । GP সিম বন্ধ করার উপায়
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url