নগদ একাউন্ট নাম দেখার নিয়ম | Nagad account name check
নগদ একাউন্ট নাম দেখার নিয়ম | Nagad account name check - আমাদের মাঝে অনেকেই আছেন যাদের কোন প্রকার এন আইডি বা ন্যাশনাল আইডি কার্ড নাই ।
কিন্তু অন্য কারোর এন আইডি দিয়ে অথবা ফ্যামিলি মেম্বারদের এন আইডি দিয়ে নগদ
একাউন্ট খোলা হয়েছে । এই জন্যই অনেকে ভুলে যান যে কার নামে বা কার এন আই ডি দিয়ে
নগদ একাউন্টটি খোলা হয়েছে?
যারা অন্য কারো nid দিয়ে নগদ একাউন্ট খুলেছেন তারা জানতে চেয়ে থাকেন যে কার নামে নগদ একাউন্ট রয়েছে সেটা কি করে বুঝবো?
কার নামে নগদ
একাউন্ট এটা না জানার ফলে আপনার নগদ একাউন্টের সমস্যা সমাধান করতে পারছেন না । তাই
সমস্যার সমাধানের জন্য আপনাকে প্রথমেই জানতে হবে আপনার ব্যবহারকৃত নগদ একাউন্টে কার
নামে খোলা হয়েছে ।
বন্ধুরা, নগদ একাউন্ট কার নামে খোলা বা কার এন আই ডি দিয়ে খোলা সেটা জানা একেবারেই সহজ একটি কাজ ।
আর আজকের “বেস্ট ব্লগ বিডি” এর ব্লগ
পোস্টে আপনাদের জানাবো “নগদ একাউন্ট নাম দেখার নিয়ম | Nagad account name check” সম্পর্কে
। তবে বন্ধুরা চলুন শুরু করা যাক........
অন্য পোস্টঃ বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট | বিকাশে ট্রেনের টিকেট কাটার নিয়ম
অন্য পোস্টঃ বিকাশ একাউন্ট বন্ধ হলে করনীয় | bkash account bondho hole koronio
Nagad account name check
আপনি যদি জানতে চান যে “নগদ একাউন্ট নাম দেখার নিয়ম | Nagad account name check”
সম্পর্কে বা আপনার নগদ একাউন্ট কার নামে খোলা সেটি জানতে যা যা করতে হবে তা নিম্নে
বিস্তারিত আলোচনা করা হলো.......
১। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল গুগল প্লে
স্টোর থেকে আপনার মোবাইলে নগদ অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে ।
২। নগদ অ্যাপটি ইন্সটল করার পর আপনি যে নগদ একাউন্টের
ইনফরমেশন জানতে চান সেই অ্যাকাউন্টের ইনফরমেশন ও নাম্বার দিয়ে নগদ অ্যাপটি ওপেন করুন
।
৩। অ্যাপটি ওপেন করার পর মূল ইন্টারফেস আপনার মোবাইলে
শো করবে এবার নিচের ডান পাশে থ্রি লাইন অপশন এ প্রেস করুন ।
৪। এবার আপনার সামনে যে ইন্টারফেসটি ওপেন হবে সেখানে
“কেওয়াইসি পুনরায় জমা দিন” অপশনে প্রেস করুন ।
৫। এবার আপনার সামনে যে ইন্টারফেসটি ওপেন হবে সেখানে
দেখবেন যার নামে নগদ একাউন্ট খোলা রয়েছে তার এনআইডি কার্ডের এপিঠ ওপিঠের ছবি দেওয়া
রয়েছে ।
এখন একটা ব্যাপার হল অনেকেরই এখানে কোন প্রকার ছবি থাকবে
না । ছবি না থাকার কারণ হচ্ছে নগদ একটি সময় সুযোগ দিয়েছিল শুধুমাত্র পিন সেট করে
নগদ একাউন্ট তৈরি করার । তখন কোনপ্রকার nid এর দরকার হতো না । এই সমস্যা হলে আপনি কি
করবেন?
অন্য পোস্টঃ বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম | How to Close a bKash Account
যারা পিন সেট করে নগদ একাউন্ট খুলেছেন তারা যে কাজটি
করবেন, এখান থেকে ক্যামেরা আইকনে প্রেস করে আপনার এন আইডি কার্ডের এপিড ওপিড এর ছবি
তুলে এবং এখান থেকে পরবর্তী অপশনে প্রেস যে করে কেওয়াইসি ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো
সাবমিট করে দিবেন ।
আর যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে এমন একটি
nid দিবেন যা দিয়ে আগে কখনো নগদ একাউন্ট খোলা হয়নি । তাহলে সেই nid কার্ড দিয়ে আপনার
নগদ একাউন্টটি ভেরিফাই হয়ে যাবে ।
এইভাবে ইনফরমেশন গুলো দিয়ে আপনি আপনার নগদ একাউন্ট
এর সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন ।
নগদ একাউন্ট কোড
নগদ একাউন্ট
কোড বা USSD কোড হচ্ছে *167# । আমাদের দেশে অনেক মোবাইল ব্যাবহারকারী আছেন যারা শুধু
মাত্র বাটন ফোন বা ফিচার ফোন ব্যাবহার করেন । যারা এ্যান্ড্রোয়েড বা স্মার্টফোন ব্যাবহার
করেন না তারা *167# ডায়াল করে নগদের যে কোনো সুবিধা ভোগ করতে পারবেন ।
নগদ একাউন্ট দেখার কোড
নগদ একাউন্ট
দেখার কোড হচ্ছে *167# । এই কোড ডায়াল করে খুব সহজেই আপনি বাটন ফোন বা এ্যান্ড্রোয়েড
ফোন দিয়ে সহজেই নগদ একাউন্ট দেখতে পারবেন ।
অন্য পোস্টঃ সব সিমের নাম্বার দেখার কোড | all sim balance check code bd
নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম
এদেশের অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা সরকারি প্রাথমিক
স্কুলের শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হয় । প্রথম দিকে এই উপবৃত্তির টাকা স্কুল থেকে
শিক্ষকদের মাধ্যমে দেওয়া হতো । এরপর একটা সময় রুপালি ব্যাংকের মোবাইল ব্যাংকিং সার্ভিস
এর মাধ্যমে এবং বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সার্ভিস নগদের এর মাধ্যমে দেওয়া
হচ্ছে ।
বর্তমানে প্রাইমারি
স্কুলের শিক্ষার্থীরা তাদের অভিভাবকের মোবাইল নাম্বরে বাংলাদেশ সরকার কতৃক প্রদত্ত
উপবৃত্তির টাকা নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেয়ে থাকে । নগদ উপবৃত্তির টাকা দেখতে
উপরে উল্লেখিত নিয়ম অনুসারন করুন ।
উপবৃত্তির টাকা তোলার নিয়ম
প্রাথমিক বিদ্যালয়ের
শিক্ষার্থীদের তাদের অভিভাবকের মোবাইল নাম্বরে অর্থাৎ নগদ মোবাইল ব্যাংকিংয়ের একাউন্টে
উপবৃত্তির টাকা জমা হয় । এরপর নগদ ক্যাশ আউটের মাধ্যমে উপবৃত্তির টাকা উত্তোলন করতে
হয় । কিস্তু অনেক শিক্ষক ও শিক্ষার্থীর অভিভাবক নগদ একাউন্ট থেকে টাকা তোলার নিয়ম জানে
না ।
অন্য পোস্টঃ সকল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স কোড | Emergency Balance Code
উপবৃত্তির টাকা
শিক্ষার্থীদের তাদের অভিভাবকের মোবাইল নাম্বরে অর্থাৎ নগদ মোবাইল ব্যাংকিংয়ের একাউন্টে
জমা হবে । এই টাকা তুলতে চাইলে আপনার এলাকার যে কোনো নগদ উদ্যোক্তার কাছে টাকা তুলতে
পারবেন । যে উদ্যোক্তার কাছ থেকে টাকা তুলতে চান তার একাউন্টে নগদ ক্যাশ আউট করে উপবৃত্তির
টাকা তুলতে পারবেন ।
শেষ কথা
আশা করি আজকের “নগদ একাউন্ট নাম দেখার নিয়ম | Nagad account name check” আলোচনা আপনাদের ভালো লেগেছে । এই রকম আপডেট সমস্ত লেখা পেতে চোখ রাখুন “বেষ্ট ব্লগ বিডি” ব্লগে । এছাড়াও যদি আরও কোনও বিষয়ে লেখা পড়তে চান তাহলে আমাদের জানাতে পারেন ।
আরও পড়ুনঃ বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম | বাটন মোবাইলে নগদ খোলার নিয়ম
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url